হনুমানের আক্রমণে অন্ততপক্ষে ৬০ জনকে আহত পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার পাঁচ নম্বর ও ছ নম্বর ওয়ার্ডে একটা হনুমান অন্ততপক্ষে ৬০ জনকে আহত করেছে। গত পাঁচ দিন ধরে হনুমানের এই আক্রমণ চলছে। এদের অনেকেই এগরা সুপার স্পেশালিটি হাসপাত…
হনুমানের আক্রমণে অন্ততপক্ষে ৬০ জনকে আহত
পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার পাঁচ নম্বর ও ছ নম্বর ওয়ার্ডে একটা হনুমান অন্ততপক্ষে ৬০ জনকে আহত করেছে। গত পাঁচ দিন ধরে হনুমানের এই আক্রমণ চলছে। এদের অনেকেই এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। প্রশাসনের সর্বস্তরে এলাকার মানুষ এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন। তবে প্রশাসন কোন হেলদোল নেই। বনদপ্তর বলছে হনুমান ধরার মতো তাদের ইনফ্রাস্ট্রাকচার নেই। এদিন এগরায় পূর্ব মেদিনীপুর জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি মানস কর মহাপাত্র সাংবাদিক সম্মেলন করে জানান, রাজ্যের একটা প্রশাসন আছে, পুরসভার চেয়ারম্যান, এমএলএ, এমপি সবই তৃণমূল দলের। সবাই ব্যাপারটা জানে। তবুও ওরা সবাই নীরব। একটা হনুমানের কাছ থেকে সাধারণ মানুষকে যে সরকার বা প্রশাসন নিরাপত্তা দিতে পারে না তারা সারা রাজ্যের মানুষকে নিরাপত্তা দিবে কি করে? কয়েক দিন ধরে ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারছে না। মানুষ ঘরের বাইরে স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না । আমরা মিডিয়ার মাধ্যমে দাবি জানাচ্ছি, অবিলম্বে চব্বিশ ঘণ্টার মধ্যে ওই হনুমানটিকে বনদপ্তর ধরে নিয়ে যাক এবং সাধারন মানুষকে নিরাপদে রাখার উপযুক্ত পদক্ষেপ করুক বলে দাবি জানিয়েছেন জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি।
No comments