Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কিক বক্সিং প্রতিযোগিতায় ১০টি স্বর্ণপদক জয়লাভ

রাজ্যস্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় ১০টি স্বর্ণপদক জয়লাভ 
 রাজ্যস্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় ১০টি সোনার পদক পেয়ে জেলার নাম উজ্জ্বল করল পূর্ব মেদিনীপুরের প্রতিযোগীরা। জেলা থেকে মোট ৯ জন প্রতিযোগী রাজ্যস্তরের কিক বক্সিং প্রতিযোগিত…

 




রাজ্যস্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় ১০টি স্বর্ণপদক জয়লাভ 


 রাজ্যস্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় ১০টি সোনার পদক পেয়ে জেলার নাম উজ্জ্বল করল পূর্ব মেদিনীপুরের প্রতিযোগীরা। জেলা থেকে মোট ৯ জন প্রতিযোগী রাজ্যস্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তার মধ্যে বিভিন্ন বিভাগে মোট ১৬টি পদক জয়লাভ করেছে। ঝুলিতে রয়েছে দশটি সোনার পদক, পাঁচটি রৌপ্য পদক এবং দুটি ব্রোঞ্জের পদক। চলতি মাসের ১৬ ও ১৭ তারিখ শিলিগুড়ির বিধাননগরে রাজ্যস্তরের 'অলিভিয়া কাপ' ইন্টার স্কুল ও কলেজ কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৪ অনুষ্ঠিত হয়। যেখানে রাজ্যের মোট ৮০টি স্কুলের প্রায় ৭০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গ স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে পূর্ব মেদিনীপুর জেলার মোট ৮ জন সোনা জয় করেছে। তাদের মধ্যে কেউ কেউ আবার দুটি ইভেন্টে স্বর্ণপদক পেয়েছেন। লাইট কন্ট্যাক্ট ও পয়েন্ট ফাইট এই দুটি ইভেন্টে  অংশ নেয় প্রতিযোগীরা। মহিষাদল গয়েশ্বরী বালিকা বিদ্যালয় থেকে শুভ্রাশ্রী চক্রবর্তী ও স্নেহশ্রী চক্রবর্তী, হলদিয়ার নারায়ণী স্কুল থেকে মিনহাজ আহমেদ, বাসুদেবপুর শ্রুতি স্কুল থেকে প্রান্তিক চক্রবর্তী দুটি করে ইভেন্টে অংশ নিয়ে দুটি করে স্বর্ণপদক জয় করেছে। এছাড়াও মহিষাদল এপেক্স একাডেমীর আফিয়া খান ও রাজ হাইস্কুলের তৌফিক খান একটি করে স্বর্ণপদক ও রৌপ্য পদক জয় করেছে। কেশবপুর জালপাই হাইস্কুলের অর্ণব খাঁড়া একটি স্বর্ণপদক এবং একটি ব্রোঞ্জ পদক পেয়েছেন। এছাড়াও হলদিয়ার চকদ্বীপা হাইস্কুলের অমৃতা বিষয়ী একটি ব্রোঞ্জ পদক ও মহিষাদল রাজ কলেজের প্রতনু দাস একটি রৌপ্য পদক জয় করেছে। পূর্ব মেদিনীপুর জেলার স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিধান জানা। বিধান বলেন, পূর্ব মেদিনীপুর জেলার ছাত্র-ছাত্রীদের এই সাফল্যে আমরা গর্বিত। এর ফলে জেলার নাম আরো উজ্জ্বল হল। আগামী দিনে এরা সকলেই জাতীয় স্তরে খেলার জন্য বিহারে যাবে।

No comments