হলদিয়া উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তা কংক্রিট রাস্তার উদ্বোধন
পূর্ব মেদিনীপুর জেলা পাঁশকুড়া বিধানসভার অন্তর্গত খন্ড খোলা গ্রাম পঞ্চায়েতে বিবেকানন্দ মোড় থেকে চাইপুর বাজার পর্যন্ত দ্বিতীয় দফার প্রায় ৪ কিলোমিটার রাস্তা কংক্রিট…
হলদিয়া উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তা কংক্রিট রাস্তার উদ্বোধন
পূর্ব মেদিনীপুর জেলা পাঁশকুড়া বিধানসভার অন্তর্গত খন্ড খোলা গ্রাম পঞ্চায়েতে বিবেকানন্দ মোড় থেকে চাইপুর বাজার পর্যন্ত দ্বিতীয় দফার প্রায় ৪ কিলোমিটার রাস্তা কংক্রিট ঢালাইয়ের জন্য হলদিয়া উন্নয়ন পর্ষদের সহায়তা ৪ কোটি ৫৩ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। হলদিয়া উন্নয়ন পর্ষদের আর্থিক সাহায্যে সেই রাস্তা ঢালাইয়ের শুভ সূচনা হয়।
শুভ সূচনা করেন হলদিয়া উন্নয়ন পর্ষদের অন্যতম সদস্য পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ কুমার মিশ্র, এলাকার বিধায়ক ফিরোজা বিবির প্রতিনিধি জহীরুল ইসলাম এবং ওই এলাকার জনপ্রতিনিধিবৃন্দ।
বিরোধী রাজনৈতিক দল বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী কটাক্ষ করতে ছাড়েননি । তিনি বলেন শিল্প শহর হলদিয়া বিভিন্ন কারখানা থেকে ট্যাক্স তুলেন হলদিয়া উন্নয়ন পর্ষদ হলদিয়া শিল্প এলাকার রাস্তা, আলো একদম নিম্ন মানে নেমে গেছে। সন্ধ্যা হলেই শিল্প শহর হলদিয়া অন্ধকার নেমে আসে। রাস্তা খাল্লাখন্দে ভরে গেছে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। হলদিয়া ডেভেলপমেন্ট না করে হলদিয়া শিল্পাঞ্চলের বাহিরে ব্লক গুলিকে উন্নয়ন করার চেষ্টা করছে। তিনি আরো বলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলদিয়ার ভূমিপুত্র যদি না হয় তাহলে হলদিয়ার উন্নয়ন কখনোই হবে না। হলদিয়া ধীরে ধীরে আরো অন্ধকারময় হয়ে যাবে। হলদিয়া উন্নয়ন পর্ষদের এলাকার সর্বত্র উন্নয়ন করা দরকার। যতদূর পর্যন্ত হলদিয়া উন্নয়ন পর্ষদের এলাকা কিন্তু যেই এলাকার থেকে রাজস্ব আদায় হয়। সেই এলাকার উন্নয়ন আগে করা দরকার বলে তিনি বলেন।
No comments