Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌরসভার এলাকায় বজ্র পদার্থ বহন করার জন্য গারভেজ টোটো ট্রিপার উদ্বোধন

হলদিয়া পৌরসভার এলাকায় বজ্র পদার্থ বহন করার জন্য গারভেজ টোটো ট্রিপার উদ্বোধনহলদিয়া পৌর এলাকার দূষণমুক্ত করতে বজ্র পদার্থ এলোমেলো জায়গা না পেলে নির্দিষ্ট জায়গায় ফেলানোর জন্য পুরো এলাকায় দেওয়া হয়েছিল দুটি করে বালতি সকালে সে…

 



হলদিয়া পৌরসভার এলাকায় বজ্র পদার্থ বহন করার জন্য গারভেজ টোটো ট্রিপার উদ্বোধন

হলদিয়া পৌর এলাকার দূষণমুক্ত করতে বজ্র পদার্থ এলোমেলো জায়গা না পেলে নির্দিষ্ট জায়গায় ফেলানোর জন্য পুরো এলাকায় দেওয়া হয়েছিল দুটি করে বালতি সকালে সেই সকল এলাকায় পৌর এলাকায় গাড়ি গিয়ে সেই সকল বজ্র পদার্থ সংগ্রহ করত।

হলদিয়া পৌর এলাকা অনেক কোলনী  অলিগলি ছোট রাস্তা থাকার জন্য বড় গাড়ি ঢুকতে পারে না আর তার জন্যই সমস্যা হতো বজ্র পদার্থ সংগ্রহ করার জন্য। নির্মল বাংলা মিশন এর অধীনে প্রাথমিকভাবে ১৭ টি ওয়ার্ড কে এই গাড়ি তুলে দেওয়া হলো। অবশিষ্ট আরও ১২টি ওয়ার্ডে পরবর্তীকালে এই গাড়ি দেওয়া হবে বলে জানালেন এবং সেই সকল বজ্র পদার্থ নির্দিষ্ট হলদিয়া পৌর এলাকার ফেলানো হবে। সেখান থেকে রামকি গাড়ি বজ্র পদার্থ  তুলে নিয়ে যাবে। আজ পৌর এলাকায় বজ্র পদার্থ সংগ্রহ করার জন্য গারভেজ টোটো ট্রিপার ছোট গাড়ি উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়ার এসডিও তথা পৌর প্রশাসক সুপ্রভাত চ্যাটার্জী, হলদিয়া পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক জুলফিকার আলী ছিলেন ফিনান্স অফিসার দুলাল সরকার হলদিয়া পৌরসভার প্রধান করনিক বুদ্ধদেব মাইতি প্রমুখ।



No comments