রাজনৈতিক টানাপোড়নে সাধারণ মানুষকে চলতে হচ্ছে খালা খণ্ডে ভর্তি সড়ক পথে
পথ রয়েছে । কিন্তু পথ চলার আনন্দ নেই । খানাখন্ডে ভর্তি সড়ক পথ । বর্ষা না থাকলেও কোথাও আবার জমা জলে দুর্ভোগ । এমনই বেহাল অবস্থায় রয়েছে নন্দীগ্রাম বাস স্ট্য…
রাজনৈতিক টানাপোড়নে সাধারণ মানুষকে চলতে হচ্ছে খালা খণ্ডে ভর্তি সড়ক পথে
পথ রয়েছে । কিন্তু পথ চলার আনন্দ নেই । খানাখন্ডে ভর্তি সড়ক পথ । বর্ষা না থাকলেও কোথাও আবার জমা জলে দুর্ভোগ । এমনই বেহাল অবস্থায় রয়েছে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড লাগোয়া বাইপাস রোড । বেহাল অবস্থায় থাকলেও প্রায় এক বছর ধরে কোন পরিবর্তন ঘটছে না । বিভিন্ন যানবাহন ,পথ চলতি মানুষদের ভোগান্তির শেষ নেই । চলছে প্রশাসনিক দায়ভার অন্যের ঘাড়ে চাপানোর খেলা ।
দীর্ঘদিনের পুরনো নন্দীগ্রাম বাজার । দোকানে ঠাসা ঘিঞ্জি পরিবেশ । তার মাঝখান দিয়েই একটাই রাস্তা । নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল,থানা, বিডিও অফিস, হাই স্কুল, বি এল আর অফিস তারপর বাজার সবকিছু এই বাজার লাগোয়া এলাকায় রয়েছে । বাজারের ওই ভিড়ের মাঝখান দিয়ে টোটো অটো সাইকেল লরি বিভিন্ন চার চাকা গাড়ি যাতায়াত লেগেই থাকতো । মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটেছে । সে অবস্থা থেকে রেহাই পেতে তৈরি হয়েছিল বাইপাস রোড । বছর ছয়েক আগেই এই বাইপাস রোড চালু হয়েছে । কিন্তু এখন সেই বাইপাস রোডে বিপদের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হন এলাকার মানুষজন । স্থানীয় বাসিন্দা হৃষিকেশ সামন্ত ক্ষোভ প্রকাশ করে বলেন,"বহু নেতা বাবুরা উন্নয়নের বন্যা বইয়ে দেন ভাষণে । তাদের চোখের সামনে ব্লক সদরের বাইপাস রোড খানাখন্দে ভরে রয়েছে । চলাচল করা দায় হয়ে পড়েছে । তারাও নিজেরা যাতায়াত করছেন । দেখছেন । কিন্তু কোন পক্ষে কোন সারানোর উদ্যোগ নেই । কি অদ্ভুত ব্যাপার মানুষের পাশে দাঁড়াও মানুষের কাছে যাও অনেক কথা বলা হয় কিন্তু কাজের কাজ হচ্ছে কই ।" স্থানীয় বাসিন্দা , পেশায় আইনজীবী শেখ আরিফ মহম্মদ জানিয়েছেন,"নন্দীগ্রাম বাইপাস রোড সত্যিই খারাপ অবস্থায় রয়েছে । যে যা রাজনীতি করুক , উন্নয়নের প্রশ্নে কেন বা গড়িমসি থাকবে । এ রাস্তা দিয়ে বহু মানুষ, যানবাহন চলাচল করে । হাসপাতালের রোগী নিয়ে অ্যাম্বুলেন্স সারাদিনে যাতায়াত করে । সেই সমস্ত কথা কেবা ভাবছেন । দীর্ঘ প্রায় এক বছর ধরে এরকম বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তাটি । কতদিনে হাল ফেরে সেই অপেক্ষায় আছি ।" স্থানীয় মানুষ স্থানীয় ব্লক প্রশাসনের কাছে বেশ কয়েকবার দরবার করেছেন । রাস্তা দ্রুত মেরামতির দাবি জানিয়েছেন । নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বিডিও সৌমেন বনিক জানান," নন্দীগ্রাম বাইপাস রোড বেহাল সেই অভিযোগ আমরা পেয়েছি । রাস্তাটি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির(এইচ ডি এ) তৈরি করেছিল । সঙ্গত কারণে রাস্তা মেরামতের দায়ও তাদের রয়েছে । এলাকার সমস্যার কথা হলদিয়ার ডেভেলপমেন্ট অথরিটিকে জানানো হয়েছে । বর্ষা এবং পুজো পর্ব থাকার কারণে প্রশাসনিক প্রক্রিয়া, টেন্ডার করা সম্ভব হয়নি । সেই সমস্ত কেটে গিয়েছে এখন । আশা করি এইচ ডি এ তৎপর হবে । দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব হবে ।
No comments