দিন দিন বেড়ে চলেছে দুর্ঘটনা, রাস্তায় স্পিড ব্রেকারের দাবিতে পথ অবরোধ। পুলিশের আশ্বাসে উঠল পথ অবরোধ
তমলুক শহরের হলদিয়া মেছেদা রাজ্য সড়ক থেকে জাতীয় সড়কের যাওয়ার মেইন রাস্তায় পায়রাচালী বাস স্ট্যান্ড এলাকায় বিগত কয়েকদিনের ম…
দিন দিন বেড়ে চলেছে দুর্ঘটনা, রাস্তায় স্পিড ব্রেকারের দাবিতে পথ অবরোধ। পুলিশের আশ্বাসে উঠল পথ অবরোধ
তমলুক শহরের হলদিয়া মেছেদা রাজ্য সড়ক থেকে জাতীয় সড়কের যাওয়ার মেইন রাস্তায় পায়রাচালী বাস স্ট্যান্ড এলাকায় বিগত কয়েকদিনের মধ্যে একাধিক দুর্ঘটনা ঘটেছে, কারো বা হাত হাত ভেঙেছে কেউবা পায়ে চোট পেয়েছে। দিন দিন বেড়েই চলেছে এলাকায় দুর্ঘটনা। বারবার পুলিশ প্রশাসন সহ বিভিন্ন জায়গায় জানিও কোন সমস্যার সমাধান হয়নি। সোমবার এলাকার মানুষেরা এক প্রকার ক্ষিপ্ত হয়ে রাস্তায় বাম্পারের দাবিতে পথ অবরোধ করে। পথ অবরোধের জেরে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আছে তমলুক থানার পুলিশ। তমলুক থানার পুলিশ পি ডব্লিউ ডি'র সঙ্গে কথা বলে অবরোধকারীদের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। তবে দ্রুত যদি আলোচনার মাধ্যমে স্পিড ব্রেকার বা কোন ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আবার এই রাস্তায় অবরোধ হবে এমনটাই জানিয়েছেন অবরোধকারীরা।
No comments