বধূবরণ অনুষ্ঠানে ফলের চারা বিতরণ আজ পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার গড় ময়না গ্রামে সুমন প্রামাণিক মহাশয় এর বধূবরণ অনুষ্ঠানে অতিথিদের প্রায় সাতশো ফলের চারাগাছ বিতরণ করা হয়। সঙ্গে পরিবেশ বান্ধব একটি পাটের ব্যাগ। ভিডিও দে…
বধূবরণ অনুষ্ঠানে ফলের চারা বিতরণ
আজ পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার গড় ময়না গ্রামে সুমন প্রামাণিক মহাশয় এর বধূবরণ অনুষ্ঠানে অতিথিদের প্রায় সাতশো ফলের চারাগাছ বিতরণ করা হয়। সঙ্গে পরিবেশ বান্ধব একটি পাটের ব্যাগ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/Hl-9Mt80TjE
বিশ্ব উষ্ণায়ন রোধ ও জীব বৈচিত্র্য রক্ষায় তার এই ক্ষুদ্র প্রয়াস ।সুমনের মামা বীরেশ্বর দাসগজেন্দ্র মহাপাত্র বলেন এভাবেই পরিবেশ রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র বলেন সুমন প্রামাণিকের সবুজ রক্ষার এই পরিবেশ ভাবনা সমাজকে নতুন শিক্ষা দেয়। এইভাবে যেকোনো উৎসব অনুষ্ঠানে চারা গাছ বিতরণের বার্তা ছড়িয়ে পড়ুক।সুমন সুমনার দাম্পত্য জীবনের সবুজ বাগিচা ফুল ফল পাখির কলতানে ভরে উঠুক।
No comments