বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক অজিত কুমার দত্ত প্রয়াতবিশিষ্ট নাট্যকার ও নির্দেশক অজিত কুমার দত্ত আজ সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টের মাঝেরহাট হাসপাতালে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি নিউমোনিয…
বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক অজিত কুমার দত্ত প্রয়াত
বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক অজিত কুমার দত্ত আজ সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টের মাঝেরহাট হাসপাতালে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। বিহারের সাসারাম ১৯৩৬ সালে জন্ম। চাকরি সূত্রে পরবর্তী কালে দিল্লিতে ছিলেন। তাঁর সুযোগ্য সন্তান অমল কুমার দত্ত হলদিয়া বন্দরের প্রশাসনিক বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। সেইসূত্রে তিনি দীর্ঘদিন হলদিয়া বন্দর নগরীতে ছিলেন ও সমন্বয় নাট্য গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিলেন। দিল্লি ও হলদিয়ায় বহু নাটকের নির্দেশক ও পরিচালক হিসেবে কাজ করেছেন। তাঁর প্রয়াণে হলদিয়ার নাট্যমননে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল।
২০১৭ সালের ৮ই জুন হলদিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে হলদিয়ার ৫৯তম প্রতিষ্ঠা দিবসে তাঁকে নাটক রচনা ও পরিচালনার জন্য সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। তাঁর এক পুত্র অমল কুমার দত্ত ও এক কন্যা রয়েছেন । আগামীকাল কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
No comments