Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডায়াবেটিস সচেতনতা শিবির

ডায়াবেটিস সচেতনতা শিবিরপশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সন্ধ্যা মেডিকেল সেন্টার সহযোগিতায় মধুমেয় রোগ নির্ণয় এবং চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল।পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া সুতাহাটা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে দুর্গা…

 




ডায়াবেটিস সচেতনতা শিবির

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সন্ধ্যা মেডিকেল সেন্টার সহযোগিতায় মধুমেয় রোগ নির্ণয় এবং চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল।

পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া সুতাহাটা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে দুর্গাচক বাসুদেবপুর তালপুকুর নবীন ক্লাব ও শীতলা মন্দিরের নিকটে সন্ধ্যা মেডিকেল সেন্টারের সামনে ডায়াবেটিস সচেতনতা শিবির এবং চক্ষু পরীক্ষা এবং ছানী অপারেশনরঅ শিবির অনুষ্ঠিত হয়।

ভিডিও দেখতে ক্লিক করুন 

https://youtu.be/4D382N67WS8

 এই শিবিরে নেত্র নিরাময় নিকেতন চৈতন্যপুর চক্ষু হাসপাতালের ডাক্তারগণ মধুমে রোগ নিয়ে বিশদ আলোচনা করেন। মধুমেয় রোগ নির্ণয় এবং সচেতনতা শিবিরের উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সদস্য সদস্যাবৃন্দ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্ধ্যা মেডিকেল সেন্টার অন্যতম কর্ণধার সৌমেন দাস জানান এই এলাকার মানুষকে সুস্থ রাখতে তার এই অভিনব উদ্যোগ তবে এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্র। এই শিবিরে প্রায় দেড়শতাধিক এলাকার মানুষ অংশগ্রহণ করেন। তিনি আরো বলেন এই শিবি র সফল করতে যাদের অকৃপণ সহযোগিতা ছাড়া এই শিবির সফল করা যেত না মনিন্দ্রনাথ গায়েন, নকুল ঘাঁটি ,কবিতা প্রামাণিক, সন্দ্বীপ পাত্র এবং মীনাক্ষী মাইতি।

No comments