Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রেশন কার্ডের নিয়মে রদবদল কমছে চাল, বাড়ছে গম

রেশন কার্ডের নিয়মে রদবদল কমছে চাল, বাড়ছে গমন রেশন কার্ডের নিয়মে বড় বদল আনল কেন্দ্র। ফলে সরকারি প্রকল্পের চালে যারা দুবেলা ভাত খেতে অভ্যস্ত, তাঁদের অনেকেই বিপদে পড়তে পারেন। কারণ, এখন থেকে আগের তুলনায় কম চাল দেবে কেন্দ্র। পরিবর্তে …

 



রেশন কার্ডের নিয়মে রদবদল কমছে চাল, বাড়ছে গম

 রেশন কার্ডের নিয়মে বড় বদল আনল কেন্দ্র। ফলে সরকারি প্রকল্পের চালে যারা দুবেলা ভাত খেতে অভ্যস্ত, তাঁদের অনেকেই বিপদে পড়তে পারেন। কারণ, এখন থেকে আগের তুলনায় কম চাল দেবে কেন্দ্র। পরিবর্তে বাড়ানো হয়েছে গমের পরিমাণ। ১ নভেম্বর থেকে চালু হয়েছে নয়া নিয়ম। কেন্দ্রের গণ বণ্টন দফতর সূত্রের খবর, আগে রেশন কার্ডে মাসে ৩ কেজি চাল এবং ২ কেজি গম দেওয়া হত। এখন থেকে ওই নিয়ম বদলে এবার চাল ও গমের পরিমাণ সমান করা হয়েছে। দুটি ক্ষেত্রেই গ্রাহকদের দেওয়া হবে আড়াই কেজি করে। একইভাবে অন্ত্যোদয় কার্ডেও বড় বদল এনেছে কেন্দ্র। আগে দেওয়া হত ১৪ কেজি গম এবং ৩০ কেজি চাল। নতুন নিয়মে চালের পরিমাণ ১২ কেজি কমানো হয়েছে। এখন থেকে অন্ত্যোদয় কার্ডে গ্রাহক মাসে ১৮ কেজি চাল এবং ১৭ কেজি গম পাবেন। একই সঙ্গে ১ ডিসেম্বরের মধ্যে কেওয়াইসি সম্পূর্ণ না করলে সংশ্লিষ্ট গ্রাহকের রেশন কার্ড বাতিল হবে। বন্ধ হবে রেশন পরিষেবাও। এর আগে ১ সেপ্টেম্বরের মধ্যে কেওয়াইসি করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। তারপরেও অনেকে করেননি। তাঁদের সুবিধার্থে মেয়াদ বাড়ানো হয়েছে।

No comments