Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চার চাকার গাড়ির ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু

চার চাকার গাড়ির ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু
 চার চাকার গাড়ির ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু হলো । গত বৃহস্পতিবার কালীপুজোর দিন সকলে যখন মন্ডপ প্রতিমা দেখার জন্য উদগ্রীব ঠিক সেই দিন রাত্রি দশটা নাগাদ হলদিয়া পুরসভা অফিসের সামনে সড়কে …

 



চার চাকার গাড়ির ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু


 চার চাকার গাড়ির ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু হলো । গত বৃহস্পতিবার কালীপুজোর দিন সকলে যখন মন্ডপ প্রতিমা দেখার জন্য উদগ্রীব ঠিক সেই দিন রাত্রি দশটা নাগাদ হলদিয়া পুরসভা অফিসের সামনে সড়কে এই দুর্ঘটনা ঘটেছে । মৃত গৃহবধূ জোছনারা ইসলাম (৩৭) । মৃত গৃহবধূর বাড়ি তমলুকে পোদ্দু বসান গ্রামে বাড়ি। বর্তমানে হলদিয়ায় সপরিবারে ভাড়া বাড়িতে থাকতেন । হলদিয়া সিটি সেন্টারের দিক থেকে মেয়েকে স্কুটিতে চাপিয়ে স্থানীয় শপিং মলের সামনে কালী পুজো দেখতে যাচ্ছিলেন । সেই সময় উল্টো দিক থেকে চার চাকার প্রাইভেট কার পৌরসভা প্রথম গেট লাগোয়া পোস্ট অফিসের সামনে সজোরে স্কুটিতে ধাক্কা মারে । দুর্ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মা ও মেয়ে। তার মেয়েটি সামান্য যখন হয়েছে । স্থানীয় লোকজন দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে মা এবং মেয়েকে ২ কিলোমিটার দূরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন । মেয়েটি প্রাথমিক চিকিৎসা সুস্থ হলেও গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন ছিলেন মা । শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়েছে  । তবে এই ঘটনায় শুক্রবার সন্ধে পর্যন্ত কোনো পক্ষে কোন অভিযোগ দায়ের হয়নি বলে স্থানীয় ভবানীপুর থানা সূত্রে জানা গিয়েছে । অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করবে পুলিশ । ঘটনাস্থলে ঘাতক গাড়ির ড্রাইভার পালিয়ে যায় । এলাকার মানুষ গাড়িটিকে ঘিরে রাখে পরে ভবানীপুর থানার পুলিশ সেই ঘাতক গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে এখনো কেহ গ্রেপ্তার হয়নি তদন্তে নেবেছেন ভবানীপুর থানার পুলিশ।

পরিবার সূত্রে জানা যায় এই দুর্ঘটনা পরিকল্পিতভাবে করা হয়েছে।

No comments