ক্ষুদিরাম - দিলীপ কুমার পাত্র তেশোরা ডিসেম্বর জন্ম নিলে মেদিনীপুরের হাবিবপুরে মা লক্ষ্মীপ্রিয়া সরিয়ে দিল নিজের থেকে বহু দূরে । অপরূপা দেবী নিল কিনে তিন মুঠো খুদ দিয়ে ক্ষুদিরাম …
ক্ষুদিরাম - দিলীপ কুমার পাত্র
তেশোরা ডিসেম্বর জন্ম নিলে
মেদিনীপুরের হাবিবপুরে
মা লক্ষ্মীপ্রিয়া সরিয়ে দিল
নিজের থেকে বহু দূরে ।
অপরূপা দেবী নিল কিনে
তিন মুঠো খুদ দিয়ে
ক্ষুদিরাম নামটি হল
এই ধারণা নিয়ে ।
অষ্টম শ্রেণী পর্যন্ত পড়া
হ্যামিল্টনের স্কুলে
বঙ্গভঙ্গ আন্দোলনে যোগ
সাড়া দুহাত তুলে।
বাংলার এই দামাল ছেলে
যোগ বিপ্লবী দলে
কিংসফোর্ডকে হত্যা করার
নানা কসরত চলে
প্রফুল্ল চাকীর সাথে তুমি
জড়ালে আন্দোলনে
মারতে বোমা কিংসফোর্ডকে
রাখলে ভীষণ মনে ।
উনিশশো আটের এগারই আগস্ট
ফাঁসি হাসি মুখে
হৃদয় মাঝে থাকবে তুমি
এই বঙ্গের বুকে।
দেশপ্রেমের কাহিনী শুনে
শুধুই অশ্রু ঝরে
তোমার মতো বীর সন্তান
জন্মাক ঘরে ঘরে।
লহ প্রণাম।
ReplyDelete