হলদিয়ার আইকন হলদিয়া গেট.....পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া প্রবেশদ্বার ব্রজলালচক হাইরোড অবস্থিত হলদিয়া গেট। এই গেট ২০১৫-১৬ নাগাদ তৈরি হয়েছিল। এই গেট নতুন করে সংস্কার না হওয়ার জন্য বিপজ্জনক অবস্থায় রয়েছে…
হলদিয়ার আইকন হলদিয়া গেট.....
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া প্রবেশদ্বার ব্রজলালচক হাইরোড অবস্থিত হলদিয়া গেট। এই গেট ২০১৫-১৬ নাগাদ তৈরি হয়েছিল। এই গেট নতুন করে সংস্কার না হওয়ার জন্য বিপজ্জনক অবস্থায় রয়েছে ন্যাশনাল হাইওয়ে ১১৬ রাস্তার উপরে। এই গেট এখন হলদিয়ার আইকন হিসেবে সকলেই ব্যবহার করে। তাহলেই কি এই গেট ভেঙে পড়বে? নতুন করে তৈরি হবে না গেট? রক্ষণাবেক্ষণের অভাবেই কি নষ্ট হয়ে গেল এই গেট? বহু প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যে।
হলদিয়া উন্নয়ন পর্ষদের সূত্রে জানা যায় আইনি জটিলতার জন্য এই গেট সমস্যা হচ্ছে তবে খুব শিঘ্রই এই গেট সংস্কার করা হবে বলে জানা যায় তবে কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী। তিনি বলেন হলদিয়ার আইকন হলদিয়া গেট এই গেটটা সঙ্গে দীঘা গেটওয়ে এবং নন্দকুমার এ মহাত্মা গান্ধীর মূর্তি সহ সুন্দর পার্ক তৈরি হয়েছিল। অন্যান্য জায়গায় রক্ষণাবেক্ষণ হলেও হলদিয়ার প্রবেশদ্বার হাই রোডের গেটের রক্ষণাবেক্ষণের অভাবেই আজকের বিপদজনক অবস্থায় পড়ে রয়েছে তিনি আবেদন করলেন। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দৃষ্টি আকর্ষণ করে তিনি বললেন বর্তমান হলদিয়া গেটওয়ে একটি আইকন হয়ে গেছে যাতে এই গেটটি দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয় তার আবেদন করছি।
No comments