Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অভিনব পোস্টার সাধারণ গ্রামের মানুষকে চমকে দেয়

অভিনব পোস্টার সাধারণ গ্রামের মানুষকে চমকে দেয়
পাঁশকুড়া মাইশোরা গ্ৰাম পঞ্চায়েতের রাজসহর গ্রামের রাস্তার ধারে দেওয়া হয়েছে একাধিক পোস্টার।তবে এ পোস্টার কেনো রাজনৈতিক পোস্টার নয়।রাস্তার ধারে মদ্যপান করা যাবে না।যদি কেনো ব্যক্তি …

 

অভিনব পোস্টার সাধারণ গ্রামের মানুষকে চমকে দেয়


পাঁশকুড়া মাইশোরা গ্ৰাম পঞ্চায়েতের রাজসহর গ্রামের রাস্তার ধারে দেওয়া হয়েছে একাধিক পোস্টার।তবে এ পোস্টার কেনো রাজনৈতিক পোস্টার নয়।রাস্তার ধারে মদ্যপান করা যাবে না।যদি কেনো ব্যক্তি রাস্তার ধারে মদ্যপান করেন তাহলে তবে তাকে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে।এবং যদি কোন ব্যক্তি ধরিয়ে দিতে পারে তাহলে তাকে এক হাজার টাকা পুরস্কৃত করা হবে।গ্ৰামের রাস্তার পাশে রয়েছে চাষযোগ্য জমি। চাষযোগ্য জমির পাশেই মদ্যপরা বসে মদ্যপান করেন। এবং মদ্যপাণ করার পর সেই বোতলগুলোকে ভেঙে ফেলে দেয়া হচ্ছে কৃষি যোগ্য জমিতে।যার ফলে সমস্যায় পড়ছেন চাষীরা। চাষ করতে গেলে কাটছে পা হাত। প্রশাসনকে জানিয়েও মেলেনি কেনো সুরাহা।তাই তারা এমন পোস্টার দিতে বাধ্য হয়েছেন।

No comments