হলদিয়া মহকুমার এলাকার দুঃস্থ অসহায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন ছবি লাল পাল
প্রাক্তন পঞ্চায়েত গ্ৰামীন এলাকায় সাধারণ মানুষের একান্ত আত্মজন --- স্বর্গত নগেন্দ্রনাথ পাল শিক্ষা অনুশীলন মিশনের উদ্যোগে ঐকান্…
হলদিয়া মহকুমার এলাকার দুঃস্থ অসহায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন ছবি লাল পাল
প্রাক্তন পঞ্চায়েত গ্ৰামীন এলাকায় সাধারণ মানুষের একান্ত আত্মজন --- স্বর্গত নগেন্দ্রনাথ পাল শিক্ষা অনুশীলন মিশনের উদ্যোগে ঐকান্তিকতা নিয়ে গঠনমূলক সামাজিক দায়বদ্ধতা থেকে ২০২৫ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের মকটেষ্ট মুক্ত পরিষেবা কর্মসূচি গ্ৰহন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্ৰাধিকার দেওয়া হবে। পরীক্ষা শুরু হবে জানুয়ারি প্রথম সপ্তাহে। ব্যবস্থাপনায়- নগেন্দ্রনাথ পাল স্মৃতিরক্ষা সমিতি।। মোবাইল নম্বর - ৮৬৩৭৮০৮১৫২. ইমেইল chhabilalpaul23@gmail.com
ছবি লাল পাল বলেন আমার পিতা ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ৩০ তম প্রয়ান দিবস উপলক্ষে হলদিয়া মহকুমা এলাকায় সাধারণ পরিবারের দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের, যাহারা ২০২৫ এ মাধ্যমিক দেবেন, তাদের আত্মবিশ্বাসী করে ভালো রেজাল্ট করার জন্য মকটেষ্ট বিষয়ে ঐকান্তিক প্রচেষ্টায় মুক্ত পরিষেবা প্রদানকারী সুবিধা গ্ৰহন করা হয়েছে। গত ২৬/১০/২৪ পিতা ঠাকুরের ৩০ তম প্রয়ান দিবস সম্পন্ন হয়েছে, প্রতীকি সামাজিক দায়বদ্ধতা থেকে ঐকান্তিকতা নিয়ে নগেন্দ্রনাথ পাল শিক্ষা অনুশীলন মিশন এর উদ্যোগে ঐকান্তিকতা নিয়ে গঠনমূলক কর্মসূচি রুপায়ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আপনাদের ঐকান্তিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
No comments