Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সরকারি বাস থেকে উদ্ধার গাজা আটক ১১ জন

সরকারি বাস থেকে উদ্ধার গাজা আটক ১১ জন
কাঁথিতে সরকারি বাসে অভিযান চালিয়ে ২০টি ব্যাগ সহ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার সহ ১১জন কে আটক করলো কাঁথি থানার পুলিশ।কথা ছিল সৈকত শহরের রুট ধরেই এই মাল হাত বদল করবেন। কিন্তু সেই ছক হলো বাঞ্চাল। কাঁ…

 


সরকারি বাস থেকে উদ্ধার গাজা আটক ১১ জন


কাঁথিতে সরকারি বাসে অভিযান চালিয়ে ২০টি ব্যাগ সহ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার সহ ১১জন কে আটক করলো কাঁথি থানার পুলিশ।

কথা ছিল সৈকত শহরের রুট ধরেই এই মাল হাত বদল করবেন। কিন্তু সেই ছক হলো বাঞ্চাল। কাঁথি থানার পুলিশের বিশেষ সূত্রে খবর পেয়ে দীঘা আসানসোল ও দুর্গাপুর রুটের একটি স্টেট বাসে অভিযান চালায়। আর সেই অভিযানে  আম বাস যাত্রীদের মতনই বাজার ব্যাগ,ট্রলি ব্যাগ, চটের ব্যাগে  থরে থরে সাজানো রয়েছে ব্রাউন টেপ দিয়ে সারি সারি প্যাকেট।  পর্যটক ভূমিকায় থাকা বাস যাত্রীদের ব্যাগ থেকে এই সব দেখে পুলিশের পাশাপাশি স্থানীয়দের ও চক্ষু চড়কগাছ। যদিও  পুলিশের  পক্ষে জানা গেছে ১৩২কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ২০টি ব্যাগ থেকে। আর আটক ১১জন এখনো পর্যন্ত।

এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস, কাঁথি থানার আই সি  প্রদীপ কুমার দান, সহ নাইট পেট্রোল  টিম সহ পুলিশ আধিকারিকরা।

No comments