মরচে পড়া পুরাতন রড দিয়ে ঢালাই হচ্ছে? নিরব পৌরসভা অভিযোগ পৌরবাসী !
জনপ্রতির নিধি শূন্য ২০২২সালের ৬ ই সেপ্টেম্বর থেকে প্রায় আড়াই বছর হতে চলল হলদিয়া পৌরসভার নির্বাচন হয়নি। যেই পৌরসভা কে স্মার্ট সিটি করার স্বপ্ন দেখেই ছিল হলদিয়…
মরচে পড়া পুরাতন রড দিয়ে ঢালাই হচ্ছে? নিরব পৌরসভা অভিযোগ পৌরবাসী !
জনপ্রতির নিধি শূন্য ২০২২সালের ৬ ই সেপ্টেম্বর থেকে প্রায় আড়াই বছর হতে চলল হলদিয়া পৌরসভার নির্বাচন হয়নি। যেই পৌরসভা কে স্মার্ট সিটি করার স্বপ্ন দেখেই ছিল হলদিয়া মানুষকে মা মাটি মানুষের সরকারের প্রথম বোর্ড এসেই তৃণমূল কংগ্রেসের পরিচালিত বোর্ডের প্রথম চেয়ারম্যান দেবপ্রসাদ মন্ডল।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/bBMEl7txWYI
২০১৭ সালের নির্বাচনের মধ্য দিয়ে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস তার চেয়ারম্যান হয়েছিলেন শ্যামল কুমার আদক এবং পরবর্তীকালে চেয়ারম্যান হন সুধাংশু মন্ডল। ২০২২ সালে ৫ই সেপ্টেম্বর হলদিয়া পৌরসভার বোর্ডের মেয়াদ শেষ হয়। হলদিয়া এসডিও তথা পৌর প্রশাসক হলেন সুপ্রভাত চ্যাটার্জী। তারপরে লোকসভা নির্বাচনে অতিক্রান্ত হয়েছে বিভিন্ন এলাকার পঞ্চায়েত পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিন্তু হলদিয়া পৌরসভা নির্বাচন কবে হবে সে নিয়েও অনেক ধন্দে রয়েছে মানুষ। রাজ্য সরকার সেই পৌরসভা নির্বাচন করতে অনীহা ইতিমধ্যে হলদিয়া বিধানসভা এবং তমলুক লোকসভা বিরোধী রাজনৈতিক দল বিজেপি জয় লাভ করেছেন বিরোধীরা এগিয়ে রয়েছেন।
হলদিয়া পৌরসভার জনপ্রতিনিধি শূন্য হলদিয়ার এসডিও তথা পৌর প্রশাসক সুপ্রভাত চ্যাটার্জি নেতৃত্বে হলদিয়া পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে প্রায় আড়াই বছর ধরে। সদ্য হলদিয়া পৌরসভার সামনেই রবীন্দ্র-নজরুল মঞ্চ সেই মঞ্চে গেট এবং বাউন্ডারিওয়ালের কাজ শুরু হয়েছে নতুন করে। দীর্ঘ ১৯৯৭ সালের এই ওয়ালের কাজ হয়েছিল এবং রবীন্দ্র-নজরুল মঞ্চ তৈরি হয়েছিল তৎকালীন বামফ্রন্টের পরিচালিত চেয়ারম্যান ছিলেন প্রয়াত তমালিকা পণ্ডা শেঠ। কয়েক বৎসর থাকার ফলেই বাউন্ডারি ওয়াল এবং নজরুল মঞ্চে ঢোকার মুখে গেট নষ্ট হয়ে যায় নতুন করে সেই গেট এবং ওয়ালের কাজ শুরু হয়েছে। কিন্তু সেই গেটের কাজ করতে গিয়ে এলাকার মানুষ দেখে হতবাক হয়ে যায়। সূত্রে জানা যায় পুরাতন রড জল আলো বাতাস পেয়ে ঢালাই কলম ফেটে গিয়েছিল নতুন করে কলম তৈরি করার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন হলদিয়া পৌরসভা। কিন্তু সেই কলম তৈরি করতে গিয়ে দেখা যায় নতুন রডের সাথে পুরাতন মরচে পড়া রড দিয়ে চলছে ঢালাইয়ের কাজ। এলাকার মানুষের দাবি জনপ্রতিনিধি না থাকার ফলেই লক্ষ্য করছেন না পৌর প্রশাসক আর তার ফলেই পুরাতন মরচে পরা রোড দিয়ে তৈরি হচ্ছে কলম আবার কিছুদিন পরে সেই মরচে পড়া রড নষ্ট হয়ে গেলে আবার নতুন করে করবে বাউন্ডারি ওয়াল এবং কলমের কাজ করবে? নয় ছয় হচ্ছে পৌরসভার অর্থ লক্ষ্য করছেন না পৌর প্রশাসক নজরদারি অভাবেই এই ধরনের অনিয়ম কাজ করছেন। এলাকার মানুষের দাবি এই সকল কাজের জন্য পৌরসভার একাংশ ইঞ্জিনিয়ার এবং কন্টাকটার মদত দিচ্ছে পৌরসভার কতিপয় অধিকারীক? তা নাহলে পৌরসভার অফিসের সামনে এই ধরনের অনিয়ম কাজ হয় কি করে।
এলাকার মানুষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন পুরাতন রড দিয়ে যখন কাজ করছেন বাধা দিতে এলে কন্টাকটার জানিয়ে দিলেন পুরোতন রড অযথা পড়ে রয়েছে তাই নতুন রডের সঙ্গে মিশিয়ে কাজ করছি। হলদিয়া পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করলেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বললেন এই ধরনের অনৈতিক কাজ যারা করছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
No comments