Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুজো কমিটি গুলিকে দীপাবলি সম্মাননা তুলে দিলেন হলদিয়া বন্দর ও হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে

পুজো কমিটি গুলিকে দীপাবলি সম্মাননা তুলে দিলেন হলদিয়া বন্দর ও হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে
 কালীপুজায় হলদিয়ায় উন্মাদনা বেড়েছে। একাধিক বড় বাজেটের পুজো হচ্ছে শিল্প শহরে। হচ্ছে নানা ধরনের থিম। এবার হলদিয়া থানার অন্তর্গত নাড়ার চ…

 



পুজো কমিটি গুলিকে দীপাবলি সম্মাননা তুলে দিলেন হলদিয়া বন্দর ও হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে


 কালীপুজায় হলদিয়ায় উন্মাদনা বেড়েছে। একাধিক বড় বাজেটের পুজো হচ্ছে শিল্প শহরে। হচ্ছে নানা ধরনের থিম। এবার হলদিয়া থানার অন্তর্গত নাড়ার চক গ্রামের এভারগ্রিন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয় তাদের এবারের পূজোর থিম সাবেকিয়ানা মূর্তি এবং আলোর রোশনায় ভরে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃত দপ্তরের জেলার নির্বাচিত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া প্রতিভা অন্বেষণের জন্য এলাকার শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান। এলাকার মানুষদের সুস্থ রাখতে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা এবং দন্ত পরীক্ষা এছাড়াও মধুমেহ রোগ নির্ণয় অনুষ্ঠিত হয়। পূজো ভন্ড পীর উদ্বোধন করেন তাদের এই ভাবনাকে উজ্জীবিত্ত করার জন্য হলদিয়া বন্দর ও হলদিয়া নিউজ পক্ষ থেকে দীপাবলি পুজো সম্মাননা দেওয়া হয়। হলদিয়ার দেভোগ সিটি সেন্টারে ব্যবসায়ী কল্যাণ সমিতির পুজো উদ্বোধন করেন মৎস্য প্রতিমন্ত্রী বিপ্লব রায়চৌধুরি,  ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি ও হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক তথা এসডিও সুপ্রভাত চ্যাটার্জী। সভায় সঞ্চালনা করেন প্রাক্তন কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবী আজিজুল রহমান সেখানে জেলার কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। এই পুজো মণ্ডপ বুদ্ধ মূর্তির আদলে বানানো হয়েছে। সুতাহাটার বাজার এলাকায় প্রায় ১৪ টি পূজো মণ্ডপ অনুষ্ঠিত হয় তার মধ্যে 'প্রয়াস ওয়েলফেয়ার' সোসাইটির পুজো ২৭ বছরে পড়ল। থিমে আদিবাসীদের জনজীবন তুলে ধরা হয়েছে। এর উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা লক্ষ্মণ শেঠ। সুতাহাটা অনেকগুলি পুজো রয়েছে থানার সুতাহাটা থানার বিচারে এবারে এই পুজো প্রথম হয়েছে। পুজো পরিক্রমায় হলদিয়া ইউনিভার্সেল এন্টারপ্রাইজ ও কারারা মার্বেলস এবং পশ্চিমবঙ্গ পুলিশ সহযোগিতায় হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকার উদ্যোগে সম্মাননা দেওয়া হয়। হলদিয়া লাগোয়া সুতহাটায় কয়েক কিলোমিটারের মধ্যে একাধিক পুজো হয়। সেখানের নিউ তরুণ সঙ্ঘের পুজো এবার ৫০ বছরে পড়েছে। সেটির উদ্বোধন করেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সুতাহাটা বিধানসভার অন্তর্গত পানা গ্রামের বিরিঞ্চি বেড়িয়া তরুণ সংঘ দীর্ঘদিনের পুরাতন কালীমন্দিরের এবারের পূজো গ্রামীণ সুস্থ সংস্কৃতি বহন করেন এলাকার ছাত্র-ছাত্রীদের গান নৃত্য কবিতায় ভরে ওঠে পূজা মন্ডপ। সুতাহাটার নিউ তরুণ ডেভলাপমেনট অ্যাসোসিয়েশনের মণ্ডপ সাজানো হয়েছে আলপনা দিয়ে। আমলাট অভিযান ক্লাবের মণ্ডপে রয়েছে সাবেকিয়ানা। সুতাহাটা আমলাট আমরা সবাই পুজো কমিটি এবারে ২৩ তম বর্ষে পদার্পণ করেছে থিম ভাবনা মমতাময়ী মা আলোর রোশনাই এবং সাবেকিয়ানা মন্ডপ শয্যা সকলের মন কেড়েছে। হলদিয়া টাউনশিপে বন্দর নগরীর ক্লাস্টার ৪ এবং ৬ এর পল্লির পুজোর মণ্ডপ থেকে প্রতিমায় জাঁক বেড়েছে। মাখনবাবুর বাজার চত্বরে দুটি বড় মাপের পুজো হয়। টাউনশিপ মাখনবাবুর বাজার  মোহনা মিনি মার্কেট প্রগ্রেসিভ সোসাইটি তাদের থিম মন্দির। তেঁতুলবেড়া ইউথ ফোরামের কালীপুজোয় নানাধরনের সামাজিক কর্মসূচির পরিকল্পনা রয়েছে। হলদিয়া দুর্গাচক উত্তর কলোনির পুজো গ্রাম বাংলার থিম , আলোর রোশনাই ভরে গিয়েছিল । এই পুজোর উদ্বোধন করেন হলদিয়া আই কেয়ার সদস্য সুদিপ্তন শেঠ এবং স্পশিতা পণ্ডা শেঠ, হলদিয়া সুতাহাটা বিধানসভা এলাকায় অনেক পুজো থিম ভাবনা সাবি কিয়ারা আলোর রোশনাই ভরে গিয়েছিল‌। দক্ষিণচক হাইস্কুলে পুজোর সকলের মন কেড়ে নিয়েছিল তাদের এবারে পূজো মন্ডপ দক্ষিণেশ্বরের মা কালী মন্দির। ব্রজ লালচক হাই রড বাজারের প্রায় আটখানা পূজো অনুষ্ঠিত হয়। বাপুজি মার্কেট বাজার কমিটির উদ্যোগে পুজোর দিনে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং দুস্থদের মানুষদের  হাতে শীতের পোশাক এবং কাপড় উপহার হিসেবে তুলে দেওয়া হয়। ডালিম্বচক কলতলা ইয়ংস্টার ক্লাবের থিম ভাবনা এবং আলোর রোশনাই ভরে গিয়েছিল ডালিম্বচক টেকনিক্যাল হাই স্কুল প্রাঙ্গণ । হলদিয়া বাড়বাসুদেবপুর সাহুবাজারের পুজো এবারের সকলের মন কেড়ছে। হলদিয়া বিধানসভা এলাকায় সুতাহাটা ভবানীপুর দুর্গাচক হলদিয়া থানাতে মায়ের আরাধনায় মেতে ওঠেন প্রশাসনিক কর্মকর্তাগণ ও থানার আবাসিক বৃন্দ। আলোর রোশনাই এবং এলাকার শিশু শিল্পীদের প্রতিভা অন্বেষণের জন্য প্রত্যেকটি থানা আয়োজন করেন অঙ্কন ক্যুইজ এবং নিত্যানুষ্ঠান ও সংগীতের। এবারে দীপাবলি সম্মাননা হলদিয়া বন্দর এবং হলদিয়ার নিউজ চ্যানেলের পক্ষ থেকে তুলে দেওয়া হয় সহযোগিতা করেন  ইউনিভার্সেল এন্টারপ্রাইজ,নতুন বাড়ি বানাতে চান মনের মত তার জন্যই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুন্দর ব্যবহার নিত্যনতুন মার্বেল পাথরের সম্ভার হলদিয়া ক্ষুদিরামনগরে অবস্থিত কারারা মার্বেল, সমস্ত পুজো কমিটিকে সুন্দর গিফট দিয়ে দীপাবলীর শুভেচ্ছা বিনিময় করেন, উৎসবে উপহারে জন্মদিনে এবং বিবাহ বার্ষিকীতে যার কেক সকলেই কাছে সমাদৃত সারা রাজ্য জুড়ে রয়েছে বিভিন্ন জায়গায় তার দোকান হলদিয়া অবস্থিত নিউ বিদ্যুৎ বেকারী, দীপাবলি উৎসবে এবারে ক্যুইজ দীপাবলি সম্মাননা এবং সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি প্রচার করা হয়। সহযোগিতার হাত বাড়িয়ে দেন পশ্চিমবঙ্গ পুলিশ হলদিয়া ট্রাফিক ওসি রানা ব্যানার্জি,রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস দূর্গাচক দুর্গা মন্ডপের পাশেই সুপারমার্কেট অবস্থিত  চিরঞ্জিবপুরে অবস্থিত রাজু সু হাউস এবং ব্রজলালচকে হাই রোড এ অবস্থিত নিউ রাজু সু হাউস, বাড়িতে পড়ে থাকা ভাঙ্গা পুরোতনের মোবাইলের পরিবর্তে দিচ্ছে নতুন মোবাইল নিউ দাদীমা মোবাইল ব্রজলাল চক হাই রোড, হলদিয়াতে বসে রাজস্থানের আদলে আহারের ব্যবস্থা রয়েছে  রাজস্থানী ভোজনালয়, সুস্বাদু মিষ্টি মহিলাদের দ্বারা পরিচালিত দুর্গাচক আকাশগঙ্গা, সুপার মার্কেট, সিটি সেন্টার এবং টাউনশিপ মাখন বাবুর বাজারে অবস্থিত শ্রীকৃষ্ণ সুইটস, সুস্বাদু আহার জন্য সিটি সেন্টারে অবস্থিত ক্যেরি লাইফ । এবারে পুজোর সম্মাননা হলদিয়া এবং মহিষাদল বিধানসভা এলাকায় পুজো পরিক্রমা, যাদের অক কৃপণ সহযোগিতা না হলে এ কাজ করা সম্ভব হতো না ডক্টর সুজন কুমার বালা শ্রীমত্যা কবিতা প্রামাণিক মন্ডল নিবেদিতা দাস মনিশ প্রামাণিক সুপর্ণা দাস প্রাক্তন কাউন্সিলর শ্রাবন্তী শাসমল , চন্দ্রানী মিদ্যা প্রমূখ যার মুখ্য ভূমিকায় ছিলেন স্বপন কুমার মাইতি সকলকে কৃতজ্ঞতা যথাযথ সম্মান জানালেন হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র।  তিনি জানান আগামী বছর শারদীয়া সম্মাননা সকলের সহযোগিতা নিয়ে সারা পূর্ব মেদিনীপুর জেলার পুজো পরিক্রমা করার পরিকল্পনা রয়েছেন যারা এই পুজো পরিক্রমায় আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন এবং সকল পুজো কমিটি সদস্যরা আগে থেকেই নাম নথিভুক্ত করবেন। এবারের পুজো পরিক্রমা গাড়ি দিয়েছেন এবং গাড়ির ড্রাইভার এবং যে সকল বিজ্ঞাপন দাতা, হলদিয়া বন্দর পত্রিকা এবং হলদিয়া নিউজ চ্যানেল যারা দেখেন তাদের অকৃপণ সহযোগিতা ও সকল শুভানুধ্যায়ী পুজো কমিটির সকল সদস্য সদস্যরা পুলিশ প্রশাসন এবং পুজো পরিক্রমা যারা নিঃস্বার্থভাবে এই কয়েকদিন এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে এগিয়ে এসেছিলেন তাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

No comments