Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডায়মন্ড হারবার কুকড়াহাটি ফেরি সার্ভিসের যাত্রী ভাড়া বৃদ্ধি

ডায়মন্ড হারবার কুকড়াহাটি ফেরি সার্ভিসের যাত্রী ভাড়া বৃদ্ধিহুগলি নদীর ডায়মন হারবার কুকড়াহাটি ফেরি সার্ভিস এ ভাড়া বাড়ানো হয়েছিল ২ টাকা থেকে সর্বোচ্চ ৫ টাকা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ডায়মন হারবার পৌরসভার পরিচালিত ডায়মন্ড হা…

 




ডায়মন্ড হারবার কুকড়াহাটি ফেরি সার্ভিসের যাত্রী ভাড়া বৃদ্ধি

হুগলি নদীর ডায়মন হারবার কুকড়াহাটি ফেরি সার্ভিস এ ভাড়া বাড়ানো হয়েছিল ২ টাকা থেকে সর্বোচ্চ ৫ টাকা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ডায়মন হারবার পৌরসভার পরিচালিত ডায়মন্ড হারবার কুকড়াহাটি ফেরি সার্ভিস।২০২২ সালে ১লা জুলাই ডায়মন্ড হারবার কুকড়াহাটি ফেরি সার্ভিসের ভাড়া বৃদ্ধি হয়েছিল। 

গত বৎসর ২০২৩ সালে আগস্ট মাসে ভাড়া বাড়ানো তরজোড় শুরু করেছিল। খবরের জেরেই ভাড়া বৃদ্ধি বন্ধ থাকবে বলেই ঘোষণা করেছিলেন পৌরসভার চেয়ারম্যান।

ডায়মন্ড হারবার পৌরসভার পক্ষ থেকে নোটিশ জারি হয়েছিল ভাড়া বৃদ্ধির যাত্রী সাধারণ এলাকার মানুষ প্রতিবাদ করা ডায়মন হারবার পৌরসভা সেই ভাড়া বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়ে নোটিশ জারি করেছিলেন। 


বছর শেষের মুখে চলতি  মাসের শেষেই  ১ লা ডিসেম্বর থেকে ডায়মন্ড হারবার পৌরসভা কুকড়াহাটি ফেরি সার্ভিসের যাত্রী এবং যে মালপত্র বহন করা হয় সেই মালপত্রের ভাড়া বৃদ্ধি  করল। নোটিশ জারি হতে ই এলাকা যারা প্রতি নিয়ত যাত্রী পারাপার হন তাদের মধ্যে চাঞ্চল সৃষ্টি হয়েছে। গতবার যে ভাড়া ছিল তার অনেক গুন ভাড়া বাড়ল। সাধারণ যাত্রীদের টিকিট ভাড়া ছিল ২০ টাকা বেড়ে হল ২৭ টাকা, টিকিটের যাত্রী ফাইন সহ ৫০ টাকা বেড়ে হল ৩০০ টাকা,এছাড়া  সাধারণ ছাত্র-ছাত্রীদের মাসিক  টিকিট আগে ছিল ৭০ টাকা বর্তমানে তাদের দিতে হবে ১২০ টাকা। সেই নোটিশে জানানো হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি হয় সেজন্যই কিছু খুচরো দোকানদার তারা বিভিন্ন জায়গায় মালপত্র নিয়ে অন্যত্র দোকান করার ব্যবসা করার করতেন কিন্তু সেই সকল মাল পরিবহনের ক্ষেত্রেও টিকিটের দাম অনেকটাই বেড়েছে। বড় মালের ক্ষেত্রে ৩০ টাকা যেখানে ছিল টিকিট সেখানে বাড়ানো হয়েছে ৪০ টাকা, মালের টিকিট ২৫ টাকা থেকে বের হল ৩০ টাকা। মালের টিকিট অর্থাৎ যারা পুটলি নিয়ে বা ব্যাগ ক্যারি করবে তাদেরকে এখন ১০ টাকার পরিবর্তে ১৫ টাকা ভাড়া দিতে হবে।

সাধারণ মাসিক যাত্রী টিকিট ১৩০০ টাকা এই ধরনের নোটিশ লাগানো হয়েছে ডায়ন্ড হারবার ফেরি সার্ভিস এবং কুকড়াহাটি ফেরিঘাটে, প্রধান প্রণব দাস চেয়ারম্যান ডায়মন্ড হারবার পৌরসভা, এবং উপপ্রধান শ্রী রাজর্ষি দাস  ডায়মন্ড হারবার পৌরসভা।

No comments