Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিল্প শহরে নব দিগন্ত ক্লাবের ২৬ তম বর্ষে জগদ্ধাত্রী পূজার উদ্বোধন

শিল্প শহরে নব দিগন্ত ক্লাবের ২৬ তম বর্ষে জগদ্ধাত্রী পূজার উদ্বোধন
হলদিয়া পৌরসভার  তেঁতুলবেড়্যা নবদিগন্ত ক্লাবের ২৬ তম বর্ষে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন অনুষ্ঠিত হয়। আজ মহা অষ্টমীর পূর্ণ লগ্নে মায়ের মূর্তি এবং মন্ডপ উন্মোচিত হলো। …

 




শিল্প শহরে নব দিগন্ত ক্লাবের ২৬ তম বর্ষে জগদ্ধাত্রী পূজার উদ্বোধন


হলদিয়া পৌরসভার  তেঁতুলবেড়্যা নবদিগন্ত ক্লাবের ২৬ তম বর্ষে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন অনুষ্ঠিত হয়। আজ মহা অষ্টমীর পূর্ণ লগ্নে মায়ের মূর্তি এবং মন্ডপ উন্মোচিত হলো। উদ্বোধনী মঞ্চে উপস্থিত আছেন জাতীয় শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ডঃ সুজন কুমার বালা এছাড়াও রয়েছেন শিল্প শহরের কবি সাহিত্যিক বিশিষ্ট গুণীজন। উদ্বোধনী মঞ্চে এলাকার দুঃস্থ মানুষদের বস্ত্র এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষার সামগ্রী বিতরণ করা হয় ।এই কয়েকদিন ধরে থাকবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। আগামীকাল মহা নবমীর পণ্য লগ্নে সকালে শোভাযাত্রা সহকারে মায়ের ঘটোত্তলন এবং মায়ের পূজার্চনা ও চণ্ডীপাঠ এবং ঠিক সন্ধ্যা ছয়টায় পুষ্পাঞ্জলী এবং সব থেকে আকর্ষণীয় সন্ধ্যা আরতি এবং বাতাসা হরি লুট অনুষ্ঠিত হবে এছাড়াও রাত্রিকালীন সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করবেন নব দিগন্ত গ্রান্ড কোয়ার।

১১ ই নভেম্বর সোমবার রাত্রিকালীন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য পরিবেশন করবেন রিদম ড্যান্স টুপ। পুজো কমিটির সূত্রে জানা যায় আগামী মঙ্গলবার ঠিক বেলা ১১ টা থেকে অন্য ভোগ অর্থাৎ নরনারায়ণ সেবা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং রাত্রিকালীন বিচিত্রা অনুষ্ঠান।

No comments