শিল্পাঞ্চলে পরিবেশ দূষণ রোধ করতে বৃক্ষরোপণ কর্মসূচিপূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া লিংক রোডের পাশাপাশি বহুকারখানা গড়ে উঠেছে পরিবেশ দূষণ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন কারখানার উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। হলদিয়া লাল ব…
শিল্পাঞ্চলে পরিবেশ দূষণ রোধ করতে বৃক্ষরোপণ কর্মসূচি
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া লিংক রোডের পাশাপাশি বহুকারখানা গড়ে উঠেছে পরিবেশ দূষণ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন কারখানার উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। হলদিয়া লাল বাবা সিমলেস টিউব প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আজ প্রায় দুই শতাধিক লাগানো হলো। গাছ লাগানোর শুভ সূচনা করেন হলদিয়া পরিবেশ দূষণ পর্ষদের আধিকারিক বৃন্দ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/ESajtPnWSi4
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় গাছ লাগানোর কর্মসূচি চলছে শুধু গাছ লাগানো নয় গাছকে বাঁচিয়ে রাখার জন্য তার পরিকল্পনা গ্রহণ করা। আজ হলদিয়া লালবাবা সিমলেস টিউব প্রাইভেট লিমিটেড যে উদ্যোগ নিয়েছেন এবং আগামী দিনে প্রত্যেকটি কারখানা যদি এগিয়ে আসে শিল্পোশহর হলদিয়া দূষণমুক্ত হতে বেশি সময় লাগবে না। আজকের এই কর্মসূচিতে হলদিয়া পরিবেশ দূষণ রিজিওনাল হেড মিস্টার শিশির মন্ডল এবং মিস্টার এন সি বরাই সিনিয়র ইঞ্জিনিয়ার এবং লালবাবা সিমলেস টিউব প্রাইভেট লিমিটেডের বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ। লালবাবা সিমলেস টিউব প্রাইভেট লিমিটেড ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ পালিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন ফ্যাক্টরি ম্যানেজার নীলাদ্রি ভট্টাচার্য লাল বাবা সিমলেস টিউব প্রাইভেট লিমিটেড। নীলাদ্রি বাবু বলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের অনুমতি ক্রমে আমরা রাস্তা ধারেই গাছ লাগানোর আগামী দিনে কর্মসূচি নেব।
No comments