আজ সংবিধান দিবসসারা ভারতবর্ষের আজ সংবিধান কার্যকরী হয়েছিল বি আর আম্বেদকরের লেখনীর সেই ঐতিহাসিক সংবিধান। ভারতবর্ষের ন্যায় বিভিন্ন রাজ্যের স্কুল কলেজে পালিত হচ্ছে সংবিধান দিবস। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শিক্ষার শহর হল…
আজ সংবিধান দিবস
সারা ভারতবর্ষের আজ সংবিধান কার্যকরী হয়েছিল বি আর আম্বেদকরের লেখনীর সেই ঐতিহাসিক সংবিধান। ভারতবর্ষের ন্যায় বিভিন্ন রাজ্যের স্কুল কলেজে পালিত হচ্ছে সংবিধান দিবস। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শিক্ষার শহর হলদিয়া ব্রজনাথ চক স্টেট প্লান্ট প্রাথমিক বিদ্যালয় জেলা শিক্ষা দপ্তরের নির্দেশে পালিত হলো সাংবিধান দিবস। স্কুলের ছাত্র-ছাত্রীরা অংকন নৃত্য গান কবিতার মধ্যদিয়ে আজকের দিনটি উদযাপিত করলেন। জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস। কি বলেন গতকাল রাতেই আমরা নোটিশ পেয়েছি সেই অনুযায়ী তড়িঘড়ি করে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে আজকের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করলাম
No comments