Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পরিদর্শক দপ্তর হলদিয়ায় কারখানার কাছে রিপোর্ট তলব

পরিদর্শক দপ্তর হলদিয়ায় কারখানার কাছে রিপোর্ট তলব
 হলদিয়ার  শিল্প সংস্থা বিভিন্ন কারখানার আধিকারিকদের কাছে নোটিশ পাঠালো জেলা পরিদর্শক দপ্তর । হিন্দুস্তান ইউনিলিভার কারখানা কর্তৃপক্ষকে শ্রমিক কর্মচারীদের প্রাপ্য সুযোগ সুবিধে নিয়ে এ…

 


পরিদর্শক দপ্তর হলদিয়ায় কারখানার কাছে রিপোর্ট তলব


 হলদিয়ার  শিল্প সংস্থা বিভিন্ন কারখানার আধিকারিকদের কাছে নোটিশ পাঠালো জেলা পরিদর্শক দপ্তর । হিন্দুস্তান ইউনিলিভার কারখানা কর্তৃপক্ষকে শ্রমিক কর্মচারীদের প্রাপ্য সুযোগ সুবিধে নিয়ে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট চেয়ে পাঠাল কারখানা পরিদর্শক দপ্তর। শ্রমিক সংগঠনের কাছ থেকে অভিযোগ পাওয়ায় ফ্যাক্টরি ইন্সপেক্টর দেবায়ন দে ওই কারখানা পরিদর্শন করেন। শ্রমিক সংগঠনের উল্লেখ করা একাধিক সমস্যা তাঁর নজরে আসে। তিনি শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে আলাদা করে কথাও বলেন। সম্প্রতি হিন্দুস্তান ইউনিলিভার পার্মানেন্ট ওয়ার্কার্স ডেভলপমেন্ট ইউনিয়নের তরফে ১২ দফা সমস্যা সম্বলিত একটি চিঠি ফ্যাক্টরি ইন্সপেক্টরকে দেওয়া হয়। ইউনিয়নের সভাপতি ফণীভূষণ চক্রবর্তী বলেন, কারখানার প্রোডাকশন এলাকা সহ যেখানে ২৪ ঘণ্টা শ্রমিকরা কাজ করেন সেখানে পানীয় জলের মান খুবই খারাপ। মহিলা ও পুরুষদের পর্যাপ্ত শৌচালয় নেই। যা আছে তা অত্যন্ত নোংরা। কোনও রেস্টরুম নেই। নতুন মেশিনগুলির গতি আগের তুলনায় দ্বিগুণ হলেও পর্যাপ্ত রিলিভার না থাকায় একটানা কাজ খুবই কষ্টদায়ক। অসম্ভব চাপের ফলে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ছেন। ওই ইউনিয়নের সদস্যদের সেফটি কমিটিতে যুক্ত করার দাবি জানিয়েছে সংগঠন। ফ্যাক্টরি ইন্সপেক্টর দেবায়ন দে বলেন, কিছু সমস্যা নজরে এসেছে, এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। রিপোর্টও চাওয়া হয়েছে। জানা গিয়েছে, শুধু ইউনিলিভার নয়, হলদিয়ার একাধিক কারখানায় শ্রমিক সুরক্ষা অবহেলিত হচ্ছে বলে অভিযোগ।

No comments