Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফেরিবাঁধ কেটে বর্ষার জমা জল বের করতে উদ্যোগী হল ব্লক প্রশাসন

অবশেষে কোলাঘাটের পারিটে  ফেরিবাঁধ কেটে বর্ষার জমা জল বের করতে উদ্যোগী হল ব্লক প্রশাসন
 বর্ষার পরই গাজই খালের নিম্নাংশ সংস্কারের দাবি           অবশেষে গাজই ও দেহাটি খালের সংযোগস্থল পারিট স্লুইশের ফেরি বাঁধ কেটে জলবন্দী এলাকার জল বে…

 




অবশেষে কোলাঘাটের পারিটে  ফেরিবাঁধ কেটে বর্ষার জমা জল বের করতে উদ্যোগী হল ব্লক প্রশাসন


 বর্ষার পরই গাজই খালের নিম্নাংশ সংস্কারের দাবি

           অবশেষে গাজই ও দেহাটি খালের সংযোগস্থল পারিট স্লুইশের ফেরি বাঁধ কেটে জলবন্দী এলাকার জল বের করার উদ্যোগ নেওয়া হল। কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ণ দেহাটি খালের একটি শাখা খাল হল,চাপদা-গাজই খাল। ৬ কিলোমিটার দীর্ঘ এই খাল দিয়ে ব্লকের খন্যাডিহি ও পুলশিটা গ্রাম পঞ্চায়েত এলাকার জলনিকাশী হয়ে থাকে। খালটির উপরাংশের তিন কিলোমিটার অংশ তিন/চার বছর আগে সংস্কার করা হলেও নিম্নাংশ মজে রয়েছে। সে কারনে বর্ষার জমা জল ঠিকমতো বের হতে পারছে না। খালটি কচুরিপানা সহ বিভিন্ন আবর্জনায় ভর্তি থাকলেও তার অনেকাংশ পরিষ্কার করেছে সেচ দপ্তর গত সেপ্টেম্বর/অক্টোবর মাসে। কিন্তু তা সত্ত্বেও দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার ৩০-৩৫ টি গ্রামের জল ঠিকমত বের হচ্ছে না বলে অভিযোগ। প্রায় দু মাসেরও বেশি সময় ধরে জল জমে থাকায় এলাকার আমন ধান, ফুলচাষের ব্যাপক ক্ষতি হয়েছে। ওই পরিপ্রেক্ষিতে গত ৭ ই নভেম্বর কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে কোলাঘাটের বিডিও'র নিকট ডেপুটেশন দিয়ে ওই এলাকার জমা জল জরুরী ভিত্তিতে বের করার দাবী জানানো হয়। ফলস্বরূপ ব্লক প্রশাসনের পক্ষ থেকে কয়েকদিন আগে সেচ দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে এক প্রশাসনিক সভায় পারিট বাড়ির স্লুইশের কাছে ফেরি বাঁধ কেটে জমা জল বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মত ওই বাঁধ কেটে জল বের করার ব্যবস্থা করা হয়েছে। 

            কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন,ওই এলাকা থেকে মাত্র দুই-আড়াই কিলোমিটার দূরে রূপনারায়ন থাকা সত্ত্বেও ওই গ্রামগুলি তিন মাস ধরে জলবন্দী রয়েছে। আশ্চর্যের বিষয়, তমলুক মহকুমার যে ১৩ টি নিকাশি খাল সংস্কার হবে বলে জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে,সেই তালিকায় এই খালটির নাম নেই।  অবিলম্বে বর্ষার পরই একদিকে দেহাটি খাল, অন্যদিকে গাজই খালের নিম্নাংশ পূর্ণ সংস্কার করতে হবে।

No comments