Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হাসপাতাল এবং হোস্টেলের নির্মীয়মান বিল্ডিং এর তিনতলা থেকে প্রথম বর্ষের ছাত্রী পড়ে মৃত্যু উত্তেজনার কলেজ ক্যাম্পাসে

হাসপাতাল এবং হোস্টেলের নির্মীয়মান বিল্ডিং এর তিনতলা থেকে প্রথম বর্ষের ছাত্রী পড়ে মৃত্যু উত্তেজনার কলেজ ক্যাম্পাসে
আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হসপিটাল এর নির্মীয়মান ভবনের তিন তলা থেকে প্রথম বর্ষের ছাত্রীর রহস্যজনকভাবে নিচে পড়ে যাও…

 



হাসপাতাল এবং হোস্টেলের নির্মীয়মান বিল্ডিং এর তিনতলা থেকে প্রথম বর্ষের ছাত্রী পড়ে মৃত্যু উত্তেজনার কলেজ ক্যাম্পাসে


আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হসপিটাল এর নির্মীয়মান ভবনের তিন তলা থেকে প্রথম বর্ষের ছাত্রীর রহস্যজনকভাবে নিচে পড়ে যাওয়ায় কে কেন্দ্র করে উত্তেজনা কলেজ ক্যাম্পাসে

 কাঁথির বেসরকারি রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হসপিটাল এর হোস্টেলের নির্মীয়মান বিল্ডিং এর তিন তলা থেকে প্রথম বর্ষের ছাত্রীর নিচে পড়ে যাওয়ায় কেন্দ্র করে উত্তেজনা কলেজ ক্যাম্পাসে। নিচে পড়ে যাওয়ায়, শব্দ শুনে ছুটে আসে অন্যান্য ছাত্রীরা। পরে আহত ওই ছাত্রীকে উদ্ধার করে কাঁথি দারুয়া মহাকুমা হাসপাতালে পাঠানো হয়। পরে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্থানান্তরিত করা হয় কলকাতা বেলেঘাটা'র মনিপাল হাসপাতালে। 

 কলেজ সূত্রে জানা গেছে,  প্রথম বর্ষের ওই ছাত্রীর নাম সমন্বীতা দত্ত,  কলকাতার কসবাতে বাড়ি। 

আয়ুর্বেদিক কলেজ সেবক সংঘের সম্পাদক সুকমল মাইতি জানান,  কিভাবে ওই ছাত্রী নিচে পড়েছে তা এখনো জানা যায়নি। তার বান্ধবীদের কাছ থেকে জানা গেছে, কয়েকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। হোস্টেলের উপরের ফ্লোরে তালা লাগানো থাকলেও কি করে ওই ছাত্রী তিনতলায় উঠলো তা তদন্তে জানা যাবে। সহপাঠীরা এ বিষয়ে কিছু না বললেও কলেজ ক্যাম্পাসে থাকা নিরাপত্তা রক্ষি জানিয়েছে- ঘটনার সময় সে সেখানে উপস্থিত ছিল না, কবে তার বান্ধবীদের কাছ থেকে জানতে পেরেছে প্রথম বর্ষের ওই ছাত্রী ঘটনার সময় (প্রায় রাত্রি দশটা) মোবাইলে কথা বলছিল।

 কলেজের সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে নির্মীয়মান হোস্টেলের ছাদে উঠলো ওই ছাত্রী তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই ছাত্রী অনিচ্ছাকৃতভাবে নিচে পড়েছে নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখছে কাঁথি থানার পুলিশ। 

 ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও কলেজের কয়েকজন ছাত্রী জানায়,  কলেজ ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। বারবার জানানোর পরেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, তাই তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। তবে সম্পূর্ণ ঘটনা নিয়ে সৃষ্টি হয়েছে প্রবল ধোঁয়াশা।


No comments