কালীপুজোর মণ্ডপে মমতাময়ী মায়ের থিম ফুটিয়ে তুলে এবার দর্শনার্থীদের নজর কেড়েছে সুতাহাটার আমলাট ২৩ তম বর্ষে আমরা সবাইভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/QLWTN2PECoMকালীপুজোর মণ্ডপে মমতাময়ী মায়ের থিম ফুটিয়ে তুলে এবার দর্শনার্…
কালীপুজোর মণ্ডপে মমতাময়ী মায়ের থিম ফুটিয়ে তুলে এবার দর্শনার্থীদের নজর কেড়েছে সুতাহাটার আমলাট ২৩ তম বর্ষে আমরা সবাই
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/QLWTN2PECoM
কালীপুজোর মণ্ডপে মমতাময়ী মায়ের থিম ফুটিয়ে তুলে এবার দর্শনার্থীদের নজর কেড়েছে সুতাহাটার আমলাট আমরা সবাই। মণ্ডপ প্রাঙ্গণজুড়ে আলোর রোশনায় ভরে উঠেছে পুরো মন্ডপ। একদিকে মা দুর্গা কোলেতে করে গণেশকে নিয়ে পাড়ি দিচ্ছেন। অপর দিকে অশুর নাশিনী দুর্গা রূপে তিনি অশুর বধ করছেন। বিদেশি বাজনা, খোল করতাল একযোগে পুরো মন্ডপ আনন্দে ভরে উঠেছে।সব মিলিয়ে ২৩ তম বর্ষে আমলাট আমরা সবাই মহিলাদের দ্বারা পরিচালিত পুজোর আয়োজনে এই পুজো মন্ডপে। সাধারণ মানুষের মণ্ডপ দেখার জন্য ভিড় আটকাতেই ৩০শে অক্টোবর বুধবার পূজো মণ্ডপ এবং মূর্তি উন্মোচন হয় । বুধবার সন্ধ্যায় পুজোর উদ্বোধন করেন উদ্বোধক আমলাট বিপি এইচসি মেডিকেল অফিসার,সৌরভ ব্যানার্জী, ছিলেন হলদিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সভাপতি সমর কুমার পণ্ডা, অবসরপ্রাপ্ত শিক্ষক জয়নগর হাই স্কুল বিজয় কৃষ্ণ দাস, হলদিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী শিবশঙ্কর ধাড়া, শিক্ষক দোরো কৃষ্ণনগর বাণীমন্দির গৌতম কুমার দিণ্ডা, কবি সাহিত্যিক রঙ্গলাল গুড়িয়া, গৌতম কুমার পণ্ডা, হলদিয়া বন্দর পত্রিকা সম্পাদক দূর্গা পদ মিশ্র, সভায় সঞ্চালনা করেন মানস কুমার ধাড়া।
No comments