তৃতীয় বর্ষে হলদিয়া নারায়ণা স্কুলে এডুকেশন এক্সপো
হলদিয়া বন বিষ্ণুপুর নারায়না স্কুলে এডুকেশন এক্সপো আনুষ্ঠানিকভাবে শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী কমান্ডার ইন চিপ কোস্ট গার্ড ড…
তৃতীয় বর্ষে হলদিয়া নারায়ণা স্কুলে এডুকেশন এক্সপো
হলদিয়া বন বিষ্ণুপুর নারায়না স্কুলে এডুকেশন এক্সপো আনুষ্ঠানিকভাবে শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী কমান্ডার ইন চিপ কোস্ট গার্ড ডিআইজি কোন্দলজিৎ সিং।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/7Wo014wOwGs
সূত্রে জানা যায় স্কুলের প্রায় ৭০০ ছাত্রছাত্রী পঠন পাঠন করেন পূর্ব মেদিনীপুর জেলার সুদূর দীঘা, কাঁথি তমলুক এবং শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রীরা আছেন। তবে স্কুলের নিজস্ব বাস রয়েছে এবং প্রত্যেকটি বাসে একজন করে শিক্ষক অথবা শিক্ষিকা যাতায়াত করেন। যাতে কোনো রকমে ড্রাইভার হেল্পার বাস জোরে চালানো অথবা রাস্তায় ছাত্র-ছাত্রীদের নামিয়ে না দেয় সংশ্লিষ্ট অভিভাবকদের কাছে ছাত্র-ছাত্রীরা যথাসময়ে পৌঁছে যায় তার জন্য সজাগ দৃষ্টি রাখেন। রাজ্য সরকারের সেভ ড্রাইভ সেভ লাইফ এই কর্মসূচি মান্যতা দিয়ে চলেন জানালেন স্কুলের প্রিন্সিপাল অনিন্দিতা দে। তিনি জানান স্কুলের পঠন পাঠন ছাত্র-ছাত্রী যেমন মনোযোগ দিয়ে করেন প্রত্যেকটি অভিভাবক স্কুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। তাদের ছেলেমেয়েদের পঠন-পাঠনের বিষয় নিয়ে ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদের সমন্বয়ে হলদিয়া নারায়ণা স্কুল তৃতীয় বর্ষের এডুকেশন এক্সপো আজ অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের মডেল প্রদর্শিত করেন এবং তাদের মধ্যে কম্পিটিশন করে পুরস্কার তুলে দেওয়া হয় বলে জানালেন স্কুলের শিক্ষিকা সোনালী ম্যাডাম। তিনি আরো জানান স্কুলের ছাত্র-ছাত্রীদের শারীরিক চর্চা এবং সাংস্কৃত চর্চা গড়ে তোলার জন্য স্কুলের প্রিন্সিপাল সহ শিক্ষক-শিক্ষিকাগণ সচেষ্ট হয়ে থাকেন।।
No comments