৫৯ তম বর্ষে সবার আসর তাদের এবারের পূজো ভাবনা সাবেকিয়া নামহাষষ্ঠীর পূর্ণ লগ্নে তাদের পুজো মণ্ডপ আনুষ্ঠানিক উদ্বোধন হয় উদ্বোধনে অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সেবামূলক দুস্থ মানুষদের হাতে পোশাক তুলে দিলেন এছাড়া সারা বছর ধ…
৫৯ তম বর্ষে সবার আসর তাদের এবারের পূজো ভাবনা সাবেকিয়া না
মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে তাদের পুজো মণ্ডপ আনুষ্ঠানিক উদ্বোধন হয় উদ্বোধনে অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সেবামূলক দুস্থ মানুষদের হাতে পোশাক তুলে দিলেন এছাড়া সারা বছর ধরে চলে বিভিন্ন চক্ষু পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা মধুমে রোগ নির্ণয় বিভিন্ন কর্মসূচি। আজ মহাষষ্ঠীর পূর্ণ লঞ্চারীর উদ্বোধনী অনুষ্ঠানে হলদিয়া নিউজ ও হলদিয়া বন্দর পত্রিকার তরফ থেকে পূজার সম্মাননা আমরা তুলে দিলাম।
উপস্থিত সকল সদস্যদের মহা ষষ্ঠীর শুভেচ্ছা জানালেন সবার আসর পুজো কমিটির সম্পাদক সভাপতি সহ সকল সদস্যবৃন্দ। মন্ডপে পুজোর সম্মাননা জানানো হয়।হলদিয়া বন্দর ও হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে পুজোর সম্মাননা তুলে দেওয়া হয়। এছাড়াও পূজোর উপস্থিত দর্শকদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই কুইজ প্রতিযোগিতায় যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাজলক্ষ্মী জুয়েলারী ওয়ার্কস ,বিদ্যুৎ বেকারী ,নিউ দাদীমা মোবাইল , রাজু ও নিউ রাজু সু হাউস ব্রজলালচক হাইরোড, শ্রীকৃষ্ণ সুইটস হলদিয়া, ক্যেরি লাইফ রেস্টুরেন্ট অম্বুজামল। এছাড়াও অন্যান্য সুভানুধ্যায়ী বৃন্দ।
No comments