রং তুলির সাথেই মাটির মৃন্ময়ী কে চিন্ময়ী রূপে প্রদর্শিত করলেন স্কুলের শিক্ষক পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া প্রতিষ্ঠিত টাউনশিপ এন্কারেজ প্রতিষ্টিত বিবেকানন্দ মিশন স্কুল সেই স্কুলের ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের সাথে সাথেই বৎসরে বিভ…
রং তুলির সাথেই মাটির মৃন্ময়ী কে চিন্ময়ী রূপে প্রদর্শিত করলেন স্কুলের শিক্ষক
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া প্রতিষ্ঠিত টাউনশিপ এন্কারেজ প্রতিষ্টিত বিবেকানন্দ মিশন স্কুল সেই স্কুলের ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের সাথে সাথেই বৎসরে বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিমণ্ডল গড়ে তোলেন স্কুলের প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী।
আজ মহা পঞ্চমীর পূর্ণ লগ্নে মাটির বিনিময়ীকে চিন্ময়ী রূপে প্রদর্শিত করলেন স্কুলের শিক্ষক-শ্যামল কুমার দাস-। রং তুলি দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংকনের শিক্ষক শ্যামল কান্তি দাস তিনি এই প্রথম দুঃসাহসিক কাজ দেখালেন মাটি দিয়ে তৈরি করলেন মায়ের মূর্তি আজ স্কুলের ছাত্র-ছাত্রীরা মহিষ মন্দিনী রূপ প্রদর্শিত করলেন স্কুলের ছাত্র-ছাত্রী অভিভাবক শিক্ষক-শিক্ষিকা সকলেই উদ্ভাসিত হলেন। পুজো কটা দিন সকালে ভালো থাকুক ভালো কাটুক পুজোর শুভেচ্ছা জানালেন স্কুলের প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী।
No comments