এক কিশোর খুনের পর ।। নরেশ দাস
এক কিশোরের মৃত্যুর পর তোমার-আমার কারো চোখে জল ঝরেনি, মায়ের চোখে জল দেখেছি, বাবার আর্তনাদ।
এক কিশোর খুন হওয়ার পর --টিআরপি'র লড়াই দেখেছি, মিছিলে ভেসে ওঠা সহস্র খুনীর মুখ, আড়ালে আবডালে আধো অন্ধক…
এক কিশোর খুনের পর ।। নরেশ দাস
এক কিশোরের মৃত্যুর পর
তোমার-আমার কারো চোখে জল ঝরেনি,
মায়ের চোখে জল দেখেছি,
বাবার আর্তনাদ।
এক কিশোর খুন হওয়ার পর --
টিআরপি'র লড়াই দেখেছি,
মিছিলে ভেসে ওঠা সহস্র খুনীর মুখ,
আড়ালে আবডালে আধো অন্ধকারেও।
আমাদের সভ্যতার শিকড়ে --
তৃষ্ণা আছে, স্ফুরণ আছে,
ভয়ংকর নিষ্ঠুরতা আছে;
ব্যাথার সাগরে 'তালিয়া'ও আছে --
ঢেউয়ের মত তীরে এসে শূন্যতায় মিশে যায়।
সত্য, স্বপ্ন থাকবে, দীপ থাকবে,
স্বপ্নদ্বীপ জ্বলবে না কোনদিন,
দিকে দিকে সিগারেট জ্বলবে, মেধা উড়বে,
বিচারের বাণী কাঁদবে নীরবে।
No comments