নজরদারি চলছে উপকূল রক্ষী বাহিনী, ২৪ ঘণ্টা টহল দিতে ভেসেল, হোভারক্রাফট
সামুদ্রিক খাড় মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হেড কোয়ার্টার হলদিয়া। পূর্বে ফ্রেজারগঞ্জ থেকে পশ্চিমে দিঘা, তাজপুর পর্যন্ত দীর্ঘ উপকূল এ…
নজরদারি চলছে উপকূল রক্ষী বাহিনী, ২৪ ঘণ্টা টহল দিতে ভেসেল, হোভারক্রাফট
সামুদ্রিক খাড় মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হেড কোয়ার্টার হলদিয়া। পূর্বে ফ্রেজারগঞ্জ থেকে পশ্চিমে দিঘা, তাজপুর পর্যন্ত দীর্ঘ উপকূল এলাকা উপকূল রক্ষী বাহিনীর কড়া নজরদারিতে রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সাগর লাগোয়া ফ্রেজারগঞ্জ এবং পূর্ব মেদিনীপুরের হলদিয়া, এই দু'টি জায়গা থেকে মূলত অপারেশন জারি থাকছে। খোলা হয়েছে কন্ট্রোলরুম। জলপথে প্রস্তুত থাকছে হোভারক্রাফট, ভেসেল, ইন্টার সেপ্টার বোট। সেই সঙ্গে আকাশপথে প্রস্তুত থাকছে কপ্টার। জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনের সঙ্গে কোস্টগার্ড কর্তারা প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন। ঝড়ের গতিপথ বুঝে হলদিয়া বন্দরগামী জাহাজগুলিকেও নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে কোস্টগার্ডের তরফে হুগলি নদী মোহানা এবং উপকূলবর্তী সমুদ্র এলাকায় মাইকিং করে স্থলভাগে মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে। ভেসেল, হোভারক্রাফট ২৪ ঘণ্টা টহল দিচ্ছে। হলদিয়া হেড কোয়ার্টারে এবং ফ্রেজারগঞ্জে খোলা হয়েছে কন্ট্রোলরুম। জেলা এবং রাজ্য প্রশাসনের পাশাপাশি দিল্লিতে আমাদের কেন্দ্রীয় দপ্তরের সঙ্গে শ্রমিরা যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি।"
No comments