নন্দীগ্রামের পর ফের এগরায় সমবায় সমিতির নির্বাচনে গেরুয়া ঝড়
শুভেন্দু অধিকারীর খাসতালুক পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের পর ফের এগরায় সমবায় সমিতির নির্বাচনে গেরুয়া ঝড়। কার্যত এগরার তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতির গড়ে হাতছাড়া হল সমবায়।…
নন্দীগ্রামের পর ফের এগরায় সমবায় সমিতির নির্বাচনে গেরুয়া ঝড়
শুভেন্দু অধিকারীর খাসতালুক পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের পর ফের এগরায় সমবায় সমিতির নির্বাচনে গেরুয়া ঝড়। কার্যত এগরার তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতির গড়ে হাতছাড়া হল সমবায়। মনোনয়ন দাখিল করতে পারলোই না ঘাসফুল শিবির। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমস্ত আসনে জয়লাভ করল বিজেপি। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের পানিপারুল অঞ্চলের কাপাসদা ঋষি অরবিন্দ কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে ৫১ টি আসনের মধ্যে ৫১ টিতেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। রাজ্যের শাসক দল তৃণমূলের বিধায়ক তরুণ মাইতির নিজস্ব গড়ে প্রার্থী পর্যন্ত দিতে পারেনি।
বিজ্ঞাপন -
এই সমবায় সমিতি ২০১৪ সালের পর দীর্ঘ দশ বছর সরকারি অসহযোগিতায় ও আইনি সমস্যার কারণে নির্বাচন হতে পারেনি বলে জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। নির্বাচনের ফলাফলে এলাকায় ভীষন খুশির হাওয়া গেরুয়া শিবিরে। এ বিষয়ে বিজেপির যুবমোর্চার রাজ্য কমিটির সদস্য তথা কাঁথি সাংগঠনিক জেলা যুবমোর্চার ইনচার্জ অরুপ দাশ জানিয়েছেন, এগরাবাসী যথেষ্ট সচেতন হয়েছে। বর্তমান সমাজে তৃণমূলের যে কালচার ও কার্যকলাপ সেটা দেখে মানুষ আর তৃণমূলের প্রার্থী হতে চাইছে না। তৃণমূলকে দেখলে মানুষ একশো হাত দূরে সরে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের নাম মুখে উচ্চারণ করতে লজ্জা পাছে। আগামীদিনে এগরা বিধানসভায় তৃণমূল বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু এগরার তৃণমূল বিধায়ক তরুণ মাইতির দাবি, আমার এই নির্বাচন সম্পর্কে কোন কিছু জানা নেই। সেটা অঞ্চল নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পরে জানাবো বলে পুরোপুরিভাবে বিষয়টি এড়িয়ে যান স্থানীয় বিধায়ক।
No comments