নটরাজ প্রাঙ্গণে শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠান
বিশ্বে শান্তি বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই নৃত্য সংগীত আবৃত্তি ও কথা কে সকলের সামনে তুলে ধরতেই "ললিত কলায় ভরা শান্তি সুধা বসুন্ধরা"সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় হলদিয়…
নটরাজ প্রাঙ্গণে শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠান
বিশ্বে শান্তি বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই নৃত্য সংগীত আবৃত্তি ও কথা কে সকলের সামনে তুলে ধরতেই "ললিত কলায় ভরা শান্তি সুধা বসুন্ধরা"সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় হলদিয়া হাজরামোড় নটরাজ ডান্স ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি প্রাঙ্গণে। একাডেমীর অন্যতম কর্ণধার প্রিন্সিপাল ছন্দা জানা তিনি বলেন যে কোন অনুষ্ঠানের প্রাণ তার শ্রোতা মন্ডলী তারাই আমাদের আপনজন সকলের ঐকান্তিক মনোযোগ ও সক্রিয় উপস্থিতি এই সুন্দর সংগীত সন্ধ্যা ভরে উঠেছে।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সংগীত সন্ধ্যা শুরু হয়। ওড়িশি নৃত্য বর্ষা পল্লবী,এবং আবৃত্তি সন্দীপ সিংহ রায় , শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন অভিষেক ভুইয়া এবং মেঘলা রায়ের সংগীত এবং কত্থক নিত্য নটরাজ ডান্স অ্যান্ড পরিবেশন করেন ছাত্রীবৃন্দ। নজরুল সম্বন্ধে আলোকপাত করেন শিশির কুমার বাগ। রাগপ্রধান সংগীত পরিবেশন করেন মেখলা রায়। নজরুল গীতি পরিবেশন করেন সৌম্যশ্রী সামন্ত আবৃত্তি পরিবেশন করেন শ্রীমতি অনন্যা ভট্টাচার্য এবং নৃত্য পরিবেশন করেন শ্রীমতিছন্দা জানা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুপ কুমার রায়। শ্রীমতি ছন্দা জানা বলেন জাগো নারী জাগো বহ্নিশিখা এবং পার্থসারথি দ্রৌপদীর বস্ত্রহরণ দুটি নিত্য সম্পর্কে আলোকপাত করেন শ্রীমতি অনন্যা ভট্টাচার্য । ফোক সম্বন্ধে আলোচনা করেন শুভঙ্কর দাস ফোক সংগীত পরিবেশন করেন শ্রীমতি অনন্যা দাস ফোক আবৃত্তি পরিবেশন করেন সন্দীপ সিংহ রায়, বিল্ব এবং মিলন হবে কত দিনে এই দুটি ফোক সংগীত নিয়ে আলোকপাত করেন শুভঙ্কর দাস।
No comments