রামনগর গভঃ আই টি আই এর সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর -২ ব্লকের নিজ মৈথনা, বটতলা আনন্দময়ী উচ্চ বিদ্যালয় এর সন্নিকটে ভারত সরকার দ্বারা স্বীকৃত টেকনো ইন্ডিয়া দ্বারা পরিচালিত গভারমেন…
রামনগর গভঃ আই টি আই এর সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর -২ ব্লকের নিজ মৈথনা, বটতলা আনন্দময়ী উচ্চ বিদ্যালয় এর সন্নিকটে ভারত সরকার দ্বারা স্বীকৃত টেকনো ইন্ডিয়া দ্বারা পরিচালিত গভারমেন্ট আইটিআই রামনগর দুই রানিং আন্ডার পিটিপি এর প্রথম বর্ষের সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নিজস্ব ছাত্র-ছাত্রীর দ্বারা পরিচালিত। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা আবৃত্তি নাচ ও গান ও অতিথি আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠিত হলো।
এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, উপস্থিত ছিলেন এলাকার উপপ্রধান পিনাকী দিন্দা, উপস্থিত ছিলেন স্থানীয় আনন্দময়ী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক হৃষিকেশ দাস, উপস্থিত ছিলেন স্থানীয় এলাকা মানিকা বসান হাই স্কুলের প্রধান শিক্ষক অরুণ কুমার পাল, উপস্থিত ছিলেন গভর্নমেন্ট ITI এর প্রিন্সিপাল সহ সমস্ত শিক্ষক বৃন্দ ও জ্ঞানীগুণী ব্যক্তিগণ।
এই সমাবর্তন অনুষ্ঠান অতিথিদের সম্বর্ধনা জানানোর পর প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা আবৃত্তি নাচ ও গান করে। এবং আগত অতিথিবৃন্দ শুভেচ্ছা বিনিময় বার্তা রাখেন।
এই রামনগর-২ আইটিআই রানিং আন্ডার পিটিপ টেকনো ইন্ডিয়া দ্বারা পরিচালিত । ভারত সরকার দ্বারা স্বীকৃত কোর্স সমূহ হল দু'বছরের ইলেকট্রিশিয়ান, দু বছরের ফিটার, এক বছরের ওয়েল্ডার এবং এক বছরের কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট সংক্ষেপে কোপা।
উপস্থিত হয়ে রামনগর দুই পঞ্চক সমিতির সভাপতি অনুপগিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন.....
উপস্থিত হয়ে রামনগর -২ গভারমেন্ট আইটিআই এর প্রিন্সিপাল সৌরভ বাগ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন.....
উপস্থিত হয়ে এলাকার বিশিষ্ট সমাজসেবী এই আইটিআই কলেজ তৈরি হওয়ার ক্ষেত্রে যার বিশেষ অবদান পুলক বর পন্ডা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইটিআই এর শ্রী বৃদ্ধি কামনা করেন এবং বলেন আমাদের একদিনের স্বপ্ন বাস্তবে পরিণত হল।
No comments