খালপাড় থেকে ঝু*লন্ত মহিলা দে*হ উদ্ধারপূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থানার অন্তর্গত হলদিয়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ড পিতাম্বরচক থেকে রায়রাঞাচক গামী খালপাড়ে ঝুলন্ত মহিলার দেহ দেখতে পায় এলাকার মানুষ। ভিডিও দেখতে ক্লিক করুনhttps:/…
খালপাড় থেকে ঝু*লন্ত মহিলা দে*হ উদ্ধার
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থানার অন্তর্গত হলদিয়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ড পিতাম্বরচক থেকে রায়রাঞাচক গামী খালপাড়ে ঝুলন্ত মহিলার দেহ দেখতে পায় এলাকার মানুষ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/hYRdENuOur4
সূত্রে জানা যায় মৃত মহিলার নাম সঙ্গীতা দাস ( বয়স ২০) স্বামীর নাম প্রসেনজিৎ দাস। হলদিয়া থানার অন্তর্গত পিতাম্বরচকে বাড়ি। ওই এলাকার মানুষ খালপাড়ে ঝুলন্ত মহিলা দেহ দেখতে পেয়ে স্থানীয় হলদিয়া থানায় খবর দেয় তৎক্ষণাৎ হলদিয়া থানার পুলিশ ঝুলন্ত মহিলাকে উদ্ধার করে দুর্গাচক হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন। তদন্তে নেমেছেন হলদিয়া থানার পুলিশ।
No comments