Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় ১৭ দিন চিকিৎসার পর প্রয়াত হলেন সঞ্জয়

রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় ১৭ দিন চিকিৎসার পর প্রয়াত হলেন সঞ্জয়শারদীয় দুর্গোৎসব অষ্টমীর দিন একাধিক জায়গায় পথ দুর্ঘটনা ঘটেছিল । ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/bhJs5NrBvwAরাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার চলছে শা…

 


রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় ১৭ দিন চিকিৎসার পর প্রয়াত হলেন সঞ্জয়

শারদীয় দুর্গোৎসব অষ্টমীর দিন একাধিক জায়গায় পথ দুর্ঘটনা ঘটেছিল । 

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/bhJs5NrBvwA

রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার চলছে শারদীয়া দুর্গা উৎসব প্রতিটি মন্ডপে মন্ডপে রয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচার তার সত্বেও দুর্ঘটনা প্রায় ঘটেই চলছে চৈতন্যপুর থেকে মহিষাদল রাস্তায় অতিরিক্ত বাম্পার তার ফলেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে। সূত্রে জানা যায় রাজ্য সড়ক চৈতন্যপুর থেকে মহিষাদল এই রাস্তার মাঝে মধ্যে প্রায় দুর্ঘটনা ঘটে গত ৬ মাস আগেই একটি বাস বাম্পারের কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনায় ঘটে সেখানেও অনেকেই আহত হয়েছিলেন। গত  ৯ অক্টোবর মহা অষ্টমীর দিনে বহু মানুষ প্রতিমা দেখার জন্য বেরিয়েছিলেন কিন্তু বাম্পার এর জন্য অধিকাংশ জায়গায় ঐদিন একাধিক পথ দুর্ঘটনা ঘটেছিল। চৈতন্যপুর থেকে ব্রজলালচক রাস্তা গৌরাঙ্গ ধাম এর কাছেও দুর্ঘটনা ঘটেছিল অল্পের জন্য অনেকেই বেঁচে গিয়েছে। গত ৯ ই  অক্টোবর অষ্টমীর দিন দুর্ঘটনার কবলে পড়ে সঞ্জয় কুমার প্যাটেল মোটর বাইক নিয়ে মহিষাদল ঠাকুর দেখে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে । তৎক্ষণাৎ ওই এলাকার মানুষ দেখতে পেয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পরে তাকে কলিকাতায় বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় । দীর্ঘদিন চিকিৎসা চলার পর গত ২৫ শে অক্টোবর মারা যায় সঞ্জয় কুমার প্যাটেল বয়স ২৭ খুব গরিব পরিবারের ছেলে ছিল সঞ্জয়।  সূত্রে জানা যায় গত কয়েক মাস আগেই উনার বড় ভাই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। সঞ্জয়ের পথ দুর্ঘটনার খবর পেয়ে এলাকার মানুষ চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না দীর্ঘদিন চিকিৎসার পর গত ২৫শে অক্টোবর সন্ধ্যার সময় মারা যান। আজ ২৬ শে অক্টোবর সন্ধ্যার সময় তার দেহ নিয়ে আসা হয় হলদিয়া থানার অন্তর্গত  ক্ষুদিরাম নগরে। তার এই মৃত্যু সংবাদ এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরদেহ বাড়িতে পৌঁছতেই পৌঁছে যান ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর শ্রাবন্তী শাসমল ও ওয়ার্ড  সহায়ক কবিতা প্রামাণিক মন্ডল ও রবীন্দ্রনাথ প্রামানিক সহ ওই এলাকার শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট সমাজসেবী শম্ভু জানা প্রমূখ ব্যক্তিগণ। তারা সঞ্জয় কুমার প্যাটেলের আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের  পরিবারের প্রতি সমবেদনা জানান।

No comments