ডানা ঘূর্ণিঝড়ের সতর্কতা অবলম্বনে মাইক প্রচার করছে হলদিয়া পৌরসভাপৌরসভায় খোলা হয়েছে কন্ট্রোলরুম!বঙ্গোপসাগরে ঘনীভূত দানা দানব আকৃতি নিয়ে যেকোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায়। সেই জন্যই নদীর এলা…
ডানা ঘূর্ণিঝড়ের সতর্কতা অবলম্বনে মাইক প্রচার করছে হলদিয়া পৌরসভা
পৌরসভায় খোলা হয়েছে কন্ট্রোলরুম!
বঙ্গোপসাগরে ঘনীভূত দানা দানব আকৃতি নিয়ে যেকোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায়। সেই জন্যই নদীর এলাকা থেকে সকল মানুষদের নিরাপদ জায়গায় সরে আসার জন্য হলদিয়া পৌরসভা উদ্যোগে চলছে বাইক প্রচার। পৌরসভার সূত্রে জানা যায় বিভিন্ন ওয়ার্ডে খোলা হয়েছে কন্ট্রোলরুম। পৌরসভার নিজস্ব অফিস থেকেই তদারকি করা হবে। শুকনো খাওয়ার জল মজুদ করা হয়েছে হলদিয়া পৌরসভায়।যেকোনো মুহূর্তে ডানা ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য তৎক্ষণাৎ সমস্যার মোকাবেলা করবে হলদিয়া পৌরসভা। ২৯ টি ওয়ার্ডে কন্ট্রোল রুমের তদারকি করবে হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক তথা এসডিও সুপ্রভাত চট্টোপাধ্যায়।
সূত্রে জানা যায় উড়িষ্যা ধামরা এবং ভিতরকণিকার মাঝে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা। বুধবার সতর্কতা জারি করে এমনই কথা জানিয়েছেন আবহাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর শক্তি বাড়িয়ে ঘন্টায় ১৩ কিলোমিটার বেগে গত ৬ ঘন্টায় ডানা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে এটি উড়িষ্যার পারাদ্বীপ থেকে ৪৯০ কিলোমিটার ধামরা থেকে ৫৩৯ কিলোমিটার এবং সাগরদ্বীপ থেকে ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়া অফিস জানিয়েছেন আগামী ২৪ ঘন্টা ডানা উত্তর পশ্চিম দিকে এগোবে এবং অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামী বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ উপকূল পার করবে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ডানা উড়িষ্যা ধামরা এবং ভিতর কনিকার মাঝে আছড়ে পড়তে পারে। ল্যান্ডফল এর সময় এর সর্বাধিক গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার ঝোড়ো হওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার।
হলদিয়ার নয়াচরে মাইক প্রচার চলছে ওই এলাকার মানুষদের ওই এলাকা থেকে অন্যত্র চলে যাওয়ার জন্য আবেদন করা হচ্ছে।
খোলা হয়েছে কন্ট্রোল রুম যার নম্বর 8640890444
হলদিয়াতে সতর্কতা জারির সাথে সাথেই হলদিয়া পৌরসভা এবং হলদিয়া মহকুমা এলাকায় পঞ্চায়েত সমিতি গুলি এলাকাতেও খোলা হয়েছে কন্ট্রোলরুম এবং প্রত্যেকটি নদী এলাকার কাছ থেকে যারা বসবাস করছেন তাদেরকে সরিয়ে আনা হচ্ছে নির্দিষ্ট জায়গাতে। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর প্রায় অনেকগুলি জাহাজ ইতিমধ্যে হলদিয়া বন্দরের ভিতরে প্রবেশ করানো হয়েছে নিরাপদে রাখার জন্য। হলদিয়া কুকড়াহাটি এবং হলদিয়া নন্দীগ্রাম ফেরি সার্ভিস আগামীকাল থেকে বন্ধ থাকা হবে বলে ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে এবং মাইকিং প্রচার চলছে। হলদিয়া পৌরসভা আজ ২৩ তারিখ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সূত্রে জানা যায় দিনরাত্রি পর্যবেক্ষণ করা হবে।নন্দীগ্রামের কেন্দ্যামারি-হলদিয়া ফেরিঘাটে ২৪ এবং ২৫ অক্টোবর ফেরি চলাচল বন্ধ থাকবে প্রাকৃতিক দুর্যোগে সম্ভাব্য বিপদ এড়াতে ফেরি সার্ভিস বন্ধের নির্দেশ জারি করল হলদিয়া থানার পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় হলদি নদীর নন্দীগ্রামের কেন্দ্যামারি-হলদিয়া ফেরিঘাটে ফেরি বন্ধের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে লেখা হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামী ২৪ এবং ২৫ অক্টোবর ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরি চালানোর জন্য যাত্রী সাধারণের কোনওরকম অনুরোধ গ্রাহ্য করা হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে। হলদিয়া থানার আইসি রাজর্ষি দত্ত এবং হলদিয়া টাউনশিপ ফাঁড়ির ওসি অর্কদীপ হালদার দু'জনেই এ ব্যাপারে সতর্ক রয়েছেন।
No comments