কালীপূজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুজোর আগে সাউন্ড ও ডেকোরেটসের মালিকদের নিয়ে আলোচনা সভা করলেন পুলিশ প্রশাসন
কয়েকদিন বাদেই দীপাবলি, আর দীপাবলি মানেই মনে আসে রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহর ও সুতাহাটার নাম। ছোট থেকে বড় কয…
কালীপূজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুজোর আগে সাউন্ড ও ডেকোরেটসের মালিকদের নিয়ে আলোচনা সভা করলেন পুলিশ প্রশাসন
কয়েকদিন বাদেই দীপাবলি, আর দীপাবলি মানেই মনে আসে রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহর ও সুতাহাটার নাম। ছোট থেকে বড় কয়েকশো পুজো হয় এই শহর জুড়ে। থাকে যেমন বড় বড় মন্ডপের থিমের ছোঁয়া অন্যদিকে থাকে নিত্য নতুন আলোকসজ্জা। পুজো হবে মাইক বাজবে না এমন তো হতে পারে না তবে মাইকের সাউন্ড যাতে একটি নিয়ন্ত্রণে থাকে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে রাতে বন্ধ করা হয় সেই কারণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাউন্ড ও ডেকোরেটারসের মালিকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার, তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ সহ অন্যান্য আধিকারিকেরা। মূলত এদিন আলোচনা সভায় জানানো হয় পূজা মণ্ডপে যে সমস্ত সাউন্ড বাজানো হয় সেগুলি যেন নির্দিষ্ট সংখ্যক স্পিকারের মধ্যে হতে হবে, এবং গভীর রাত পর্যন্ত মাইক বাজানো যাবে না। পাশাপাশি ডেকোরেটার্সরা রাস্তার ওপর কোন কোন জায়গায় গেট তৈরি করতে পারবেনা সেই বিষয়েও জানানো হয়। পুজোতে যাতে শ্রুতিমধু সাউন্ড থাকে কারোর কাছে অস্বস্তিকর হয়ে না ওঠে এবং সুষ্ঠুভাবেই পুজো সম্পন্ন করা যায় সেই লক্ষ্যেই এই আলোচনা সভার আয়োজন।
No comments