Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুজোয় আবহাওয়া কেমন থাকবে?

পুজোয় আবহাওয়া কেমন থাকবে?
চলতি সপ্তাহে পুজোর দিনগুলিতে রাজ্যের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি মাত্রায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দ…

 



পুজোয় আবহাওয়া কেমন থাকবে?


চলতি সপ্তাহে পুজোর দিনগুলিতে রাজ্যের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি মাত্রায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গে ১০ অক্টোবর সপ্তমী পর্যন্ত সব জেলাতেই কোনও কোনও জায়গায় হাল্কার পাশপাশি মাঝারি বৃষ্টি হতে পারে। ১১-১৩ অক্টোবর পর্যন্ত শুধু হাল্কা মাত্রার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৩ এপ্রিল রবিবার পুজো পর্বের শেষ দিন কলকাতা এবং দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলাতেই শুধু হাল্কা থেকে খুব হাল্কা বৃষ্টি হতে পারে। পুজো পর্বের সব দিনেই উত্তরবঙ্গের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ সংলগ্ন দক্ষিণবঙ্গের উপর যে ঘূর্ণাবর্ত ও রাজ্যের উপর বিস্তৃত যে নিম্নচাপ অক্ষরেখাটির জন্য কয়েকদিন ধরে বৃষ্টির মাত্রা বেড়েছিল, সেটি সোমবার দুর্বল হয়ে পড়ছে। রাজ্যে বৃষ্টির মাত্রা বাড়াতে পারে এমন কোনও নিম্নচাপ চলতি সপ্তাহে তৈরি হওয়ার সম্ভবনা নেই। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, দেশের দক্ষিণ অংশের কয়েকটি রা‌জ্য ছাড়া অন্য কোথাও চলতি সপ্তাহে বেশি মাত্রায় বৃষ্টি বেশি হবে না। আরব সাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে, সেটি কেরল ও কর্ণাটকে বৃষ্টি বৃদ্ধি করবে। মধ্য ও পশ্চিম ভারতের অনেক জায়গা থেকে বর্ষাকাল বিদায় নিয়েছে। কিন্তু পূর্ব ভারত থেকে বর্ষা বিদায় কবে শুরু হবে, সেটা এখনও জানায়নি আবহাওয়া দপ্তর। রাজ্যে বর্ষা বিদায়ের স্বাভাবিক সময় ১০ অক্টোবর। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, এরাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়ার আগে পুজো পর্ব শেষ হয়ে যাবে। ১৬ অক্টোবর লক্ষ্মীপুজোর আগে বর্ষা রাজ্য থেকে পুরোপুরি বিদায় নেবে কি না সেটাই এখন দেখার।

No comments