অগ্নি সতর্কতা- দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)দাহ্য বস্তু বেসমেন্টে নয় উচিত ফেলাআগুন থেকে বাঁচতে আজই কর না অবহেলা। বালি ভর্ত্তি জল ভর্ত্তি সব সময় রেখো আগুন …
অগ্নি সতর্কতা-
দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
দাহ্য বস্তু বেসমেন্টে
নয় উচিত ফেলা
আগুন থেকে বাঁচতে আজই
কর না অবহেলা।
বালি ভর্ত্তি জল ভর্ত্তি
সব সময় রেখো
আগুন থেকে রক্ষা পেতে
সদা সতর্ক থেকো।
ধূমপান করলে পরে
অ্যাস্ট্রেতে ফেলো
আগুন আর ছড়াবে না
থাকবে বেশ ভালো।
স্কুল বাজারে আপৎকালীন
দরজাটা রাখো ভাই
আগুন যদি লাগে পরে
দ্রুত বেরোনো চাই।
স্টোভ গ্যাস জ্বালিয়ে রেখে
বাইরে যাওয়া নয়
অগ্নি বিধি জানতে বই
পড়তে তো হয়।
বিদ্যুতের তার মিটার বক্স
থাকে না চলার পথে
পুজো উৎসবে সতর্ক হলে
বাঁচাবে আগুন হতে।
গায়ে যদি আগুন লাগে
গড়াগড়ি খাইয়ে দাও
এতেও যদি না হয়
কাঁথা কম্বল চাপাও।
আগুন যদি লাগে পরে
অগ্নিনির্বাপন ধরো
তাতেও যদি না হয়
দমকলে ফোন করো।
সুন্দর পোস্ট
ReplyDelete