Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলায় মোট ১৫টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন করবেন মুখ্যমন্ত্রী

পূর্ব মেদিনীপুর জেলায় মোট ১৫টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন করবেন মুখ্যমন্ত্রী
দেবীপক্ষের সূচনায় মহালয়ার পুণ্যলগ্নে আজ, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ৪৮টি পুজোর উদ্বোধন হচ্ছে। ভার্চু…

 



পূর্ব মেদিনীপুর জেলায় মোট ১৫টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন করবেন মুখ্যমন্ত্রী


দেবীপক্ষের সূচনায় মহালয়ার পুণ্যলগ্নে আজ, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ৪৮টি পুজোর উদ্বোধন হচ্ছে। ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন হবে। প্রতিটি পুজো মণ্ডপে প্রশাসন ও পুলিসের অফিসার এবং জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। মঙ্গলবার তিন জেলা প্রশাসনের পক্ষ থেকে পুজো কমিটির তালিকা চূড়ান্ত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের আগে বেলা ২টা নাগাদ ওইসব কমিটির ইন্টারনেট সংযোগ ঘটিয়ে ট্রায়াল চলে। বিকেল ৫টার পর ভার্চুয়ালি উদ্বোধন হবে। মহালয়ার পুণ্যতিথি থেকেই তিন জেলায় দুর্গাপুজোর আনন্দ শুরু হচ্ছে। 

আজ পূর্ব মেদিনীপুর জেলায় মোট ১৫টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন করবেন মুখ্যমন্ত্রী। তমলুক শহরে রাজবাড়ি ময়দানে আদি তাম্রলিপ্ত সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন জেলাশাসক পূর্ণেন্দু মাজী, পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ অন্যান্য অফিসাররা থাকবেন। পাঁশকুড়ার মেচগ্রামে সমাজশিক্ষা কেন্দ্র, চণ্ডীপুরের হাঁসচড়া সর্বজনীন, নন্দকুমার থানার খঞ্চি মিলনবীথি, হলদিয়ার আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতির পুজো আজ উদ্বোধন হবে। তাছাড়া মহিষাদলের মধ্যহিংলি সর্বজনীন দুর্গোৎসব কমিটি, দুর্গাচক থানার বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সঙ্ঘ, ভবানীপুর থানার কাষ্ঠখালি সৃজন সঙ্ঘ, কাঁথির কন্টাই ইয়ুথ গিল্ড, ক্লাব চৌরঙ্গি, নিউ দীঘা সর্বজনীন দুর্গোৎসব কমিটি, রামনগর বাজার ব্যবসায়ী সমিতি, এগরা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব এবং পটাশপুর থানার টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক ক্লাবের পুজোর উদ্বোধন হবে। আদি তাম্রলিপ্ত সর্বজনীন দুর্গোৎসব কমিটির কর্ণধার তথা তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় বলেন, গত পাঁচ বছর মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে আমাদের পুজোর উদ্বোধন করছেন। এই উপলক্ষ্যে জেলা প্রশাসন ও পুলিসের আধিকারিকরা এখানে উপস্থিত থাকবেন। তমলুক শহরবাসী হিসেবে এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। শিল্প শহর হলদিয়া দুটি পুজো অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলদিয়া আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতির মন্ডপ উদ্বোধন করবেন। সমিতির সম্পাদক গোপাল প্রসাদ দত্ত ও সভানেত্রী মৌ মুখার্জি বললেন আমাদের বড় প্রাপ্তি রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের এই পুজো মণ্ডপ উদ্বোধন করবেন। হলদিয়া দুর্গাচক বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘের এবারের পুজোর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল ভাবে পুজো কমিটির সম্পাদক এবং সভাপতি শেখ আরমান ও অমিত কুইতি বললেন আমাদের হলদিয়ার মানুষের কাছে বড় প্রাপ্তি আমাদের এই পুজো মণ্ডপ রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে উদ্বোধন হচ্ছে।


No comments