মহালয়ার সকালে স্বচ্ছ অভিযানপিতৃ পক্ষের অবসান ঘটিয়ে মাতৃ পক্ষের শুরুর মুহূর্তেই মহালয়া । সকাল থেকে বিভিন্ন ঘাটে চলছে পিতৃ তর্পণ। মহালয়ার সকালে আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতি ও দুর্গোৎসব কমিটি তাদের উদ্যোগেই স্বচ্ছ ভারত সেবা প্র…
মহালয়ার সকালে স্বচ্ছ অভিযান
পিতৃ পক্ষের অবসান ঘটিয়ে মাতৃ পক্ষের শুরুর মুহূর্তেই মহালয়া । সকাল থেকে বিভিন্ন ঘাটে চলছে পিতৃ তর্পণ। মহালয়ার সকালে আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতি ও দুর্গোৎসব কমিটি তাদের উদ্যোগেই স্বচ্ছ ভারত সেবা প্রকল্পে স্বচ্ছ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় হলদিয়া পৌরসভার কনজারভেটি সদস্যদের নিয়ে আজাদ হিন্দ নগর এলাকায়। আজ ২রা অক্টোবর মহাত্মা গান্ধীজীর জন্মদিনে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালিত হয়।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/TC1jGWuHZZU
আজ মহালয়া সারা রাজ্যের সাথে পূর্ব মেদিনীপুর জেলার আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতিতে ভার্চুয়াল মণ্ডপ প্রতিমা উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য যেমন প্রস্তুতি চুড়ান্ত। পুজো মণ্ডপের উদ্বোধন এবং মহালয়ার পুণ্য লগ্নে আজ সকালে স্বচ্ছ অভিযান কর্মসূচি পালিত হলো। জানালেন আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতি দুর্গোৎসব কমিটির সম্পাদক গোপালপ্রসাদ দত্ত পূজা কমিটি সভানেত্রী মৌ মুখার্জী।
No comments