বাজিতপুর গ্রামের গান বাড়ির গানের আসরে সুরের মূর্ছনায় মোহিত করে মাতিয়ে দিলেন হৈমন্তী শুক্লা চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাজিতপুর গ্রামে প্রায় গানের ক্লাসিক্যল গানের আসর বসে ওই গান বাড়িতে বহু বিখ্যাত মানুষজন এসেছেন …
বাজিতপুর গ্রামের গান বাড়ির গানের আসরে সুরের মূর্ছনায় মোহিত করে মাতিয়ে দিলেন হৈমন্তী শুক্লা
চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাজিতপুর গ্রামে প্রায় গানের ক্লাসিক্যল গানের আসর বসে ওই গান বাড়িতে বহু বিখ্যাত মানুষজন এসেছেন গানের মূর্ছনায় সকলকে মোহিত করেছিলেন আজ ২৭শে অক্টোবর বিকাল তিনটে থেকে শুরু হয় গানের আসর। হৈমন্তী শুক্লার স্নেহধনা ছাত্রী মেঘলা রায়ের গান দিয়েই শুরু হয় একের পর এক গান এবং হৈমন্তী শুক্লা তার জীবনের ইতিহাস সকলের সামনে তুলে ধরেন। সভায় সঞ্চালনা করেন গান বাড়ির গানের আসরের কর্ণধার সম্পাদক মধুপরায়।
No comments