তৃণমূল কংগ্রেস কর্মীদের নিবিড় জনসংযোগের পরামর্শ দিলেন রাজ্যের মন্ত্রী দলীয় নেতা কর্মীদের নিবিড় জনসংযোগের পরামর্শ দিলেন রাজ্যের মন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া । মানুষের পাশে থেকে সমস্যা বুঝে সমাধানের সহযোগী হতে বললেন । রবিবার মহিষা…
তৃণমূল কংগ্রেস কর্মীদের নিবিড় জনসংযোগের পরামর্শ দিলেন রাজ্যের মন্ত্রী
দলীয় নেতা কর্মীদের নিবিড় জনসংযোগের পরামর্শ দিলেন রাজ্যের মন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া । মানুষের পাশে থেকে সমস্যা বুঝে সমাধানের সহযোগী হতে বললেন । রবিবার মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লক সদরের কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে বিজয়া সম্মিলনী সভায় এমনই পরামর্শ দিয়েছেন তিনি । তিনি বলেন,"মানুষকে নিয়েই আমাদের যা কিছু কাজকর্ম । স্বাভাবিকভাবে মানুষের সঙ্গী হওয়া আমাদের দলীয় নীতি আদর্শ । মানুষের পাশে থাকলে মানুষের সমর্থন পাবেন । মানুষ আপনাকে চলার পথে সঙ্গী হিসেবে ভাববেন । জনসংযোগই আমাদের সাংগঠনিক কাজের ক্ষেত্রে মূল বিষয় । সারা বছর আপদে বিপদে মানুষের সঙ্গে থাকাটাই মঞ্চনীয় । আর সেই পথেই দলের শ্রীবৃদ্ধি ঘটবে ।" আরজিকর কাণ্ডে রাজনৈতিক ষড়যন্ত্রের পেছনে সিপিএমকে দুসলেন মন্ত্রী । জুনিয়র ডাক্তারদের পেছনে সিপিএম কলকাতা নেড়েছে । এখনো সেই কাজ করে চলেছে । রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করবার জন্য রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করবার জন্য এই কাজ করছেন বলে তিনি বক্তব্যে জানিয়েছেন । এদিন বিজয়া সম্মেলনী মঞ্চে বিজেপি ছেড়ে প্রায় দেড়শ নেতাকর্মী তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন । তাদের মধ্যে মহিষাদল ব্লকের বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা রানী দাস, ওই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচিত মহিষাদল পঞ্চায়েত সমিতির সদস্যা মৌসুমী রাউল আড়ি, নাটশাল দু' নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা সুদেষ্ণা মাইতি পন্ডা রয়েছেন । মহিষাদলের বিধায়ক সহ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা তাদের হাতে পতাকা ধরিয়ে দলে বরণ করে নেন । মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুদর্শন মাইতি,তৃণমূল শাসিত মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মানস পন্ডা, মহিষাদল পঞ্চায়েত সমিতির সদস্য আবেদ আলি সহ বহু ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন ।
No comments