Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডানার প্রভাব পড়তে শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়া বন্দরের বন্ধ করে দেয়া হলো সমস্ত অপারেশন!

সমুদ্র থেকে ফিরিয়ে আনা হলো জাহাজ বন্দরের ভিতরে
ডানার প্রভাব পড়তে শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়া বন্দরের বন্ধ করে দেয়া হলো সমস্ত অপারেশন!
ঘূর্ণিঝড় ডানা আছড়ে পড়ার আশঙ্কায় আগাম সর্তকতা হিসেবে বুধবার রাত থেকে বন্ধ কর…

 


 সমুদ্র থেকে ফিরিয়ে আনা হলো জাহাজ বন্দরের ভিতরে


ডানার প্রভাব পড়তে শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়া বন্দরের বন্ধ করে দেয়া হলো সমস্ত অপারেশন!


ঘূর্ণিঝড় ডানা আছড়ে পড়ার আশঙ্কায় আগাম সর্তকতা হিসেবে বুধবার রাত থেকে বন্ধ করে দেয়া হয়েছে হলদিয়া বন্দরের অপারেশনের কাজ। বন্দর সূত্রে জানা যায় ঘূর্ণিঝড়ের গতিপথের উপর নজর রাখতে এদিন সন্ধ্যা থেকে কন্ট্রোলরুম খোলা হয়েছে। আবহাওয়া দপ্তরের সাইক্লোন ওয়ার্নিং দেখেই আপাতত ২৫ শে অক্টোবর শুক্রবার দুপুর পর্যন্ত বন্দরের সমস্ত ধরনের অপারেশন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত হ্যান্ডেলিং এজেন্টকে। ইতিমধ্যে বন্দরের লকেট অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছে এদিন সন্ধ্যের সাড়ে ছটা নাগাদ লগ গেট বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ নদী থেকে বন্দরের ডগ এরিয়া মধ্যে জাহাজ বা চলাচল বন্ধ রাখা হয়েছে জাহাজগুলি বন্দরের ওই ডর্ক এরিয়াতে ঢুকে বিভিন্ন বার্থে মাল খালাস করে। ঝড়ের আশঙ্কায় আগাম দুদিন বন্দরে জাহাজ চলাচল বা পণ্য ওঠানোর কাজ কার্যত বন্ধ থাকবে। 

হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার (প্রশাসন ) প্রবীন কুমার দাস বলেন ঘূর্ণিঝড়ের জন্য বন্দরের ডর্ক এলাকায় অপারেশন ক্ষেত্রে একাধিক সতর্কতা জারি হয়েছে। বন্দরের মধ্যে মোট ১৬ টি ছোট বড় জাহাজ রয়েছে এর মধ্যে পাঁচটি কোস্টগার্ডের নজরদারি ভেসেল ও জাহাজ রয়েছে ।এছাড়া পাঁচটি বার্জ ও ডকের বার্থ করে রাখা হয়েছে। ২৪ শে অক্টোবর বৃহস্পতিবার ডর্কে কন্ট্রোল রুম থেকে অফিসাররা ঝড়ের গতিপ্রকৃতির উপর নজর রাখবেন। বন্দরের এক আধিকারিক বলেন প্রবল ঘূর্ণিঝড়ের সময় নদী ও সমুদ্র ভয়ানক উত্তাল হয় সেই সময় জাহাজকে নিরাপদ জায়গায় সরে যেতে নির্দেশ দেওয়া হয়। বন্দরে ডক এরিয়া লক গেটের সাহায্যে নদী থেকে বিচ্ছিন্ন হওয়া জাহাজগুলিকে সরিয়ে এনে সুরক্ষিত অবস্থায় রাখা হয়। এই মুহূর্তে বন্দরের ছয়টি জাহাজের পণ্য ওঠানামা কাজ হচ্ছে হ্যান্ডেলিং এজেন্সি গুলি বন্দরের নির্দেশ মত আবহাওয়া গতির উপর নজর রাখছে রাতে তারা পুরোপুরি কাজ বন্ধ করে দেবে বলে জানা যায়। এদিকে তিনটি জাহাজের একই দিনে পণ্য খালি করে সমুদ্রে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু সাগরের ঝড়ের পূর্বভাস থাকা সেগুলিকে বন্দর ছাড়তে দেওয়া হয়নি। সূত্রে জানা যায় হলদি নদীর তীরে কোস্ট গারের জেঠি থেকে ভেসেল ও জাহাজগুলিকে এদিন বিকেলের দ্রুততার সঙ্গে সরিয়ে আনা হয়েছে ওই ভেসেল গুলি এদিন দুপুর পর্যন্ত নদী ও সমুদ্রে মাইকিং করে মৎস্যজীবীদের ডাঙ্গায় ফেরার বার্তা দিয়েছে। বন্দরের বড় বড় ক্রেন গুলির অপারেশন দুপুরের পর বন্ধ করে দেওয়া হয়। এরপর ক্রেন গুলির লম্বা আর্ম নামিয়ে সেগুলিকে লোহার খুঁটির সঙ্গে  বাঁধা হয়েছে। হলদিয়া পৌরসভার প্রশাসক তথা মহকুমার শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন পৌরসভায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ঝড়ের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। সাতটি নদীর তীরবর্তী ওয়ার্ডে সর্তকতা দেওয়া হয়েছে  । ঝিকুরখালি একটি প্রাইমারি স্কুলে এবং বাকি ওয়ার্ড গুলিতে কমিউনিটি হলে ত্রাণ শিবির খোলা হয়েছে। ওই এলাকায় মাইকিং চলছে, পানীয় জলবিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বিশেষ টিম তৈরি করা হয়েছে। মহকুমার হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করে দেয়া হয়েছে। গাছ কাটার জন্য পৌরসভায় চারটি টিম তৈরি করা হয়েছে। হলদিয়া কেন্দ্র্যেমারি ফেরী সার্ভিস বন্ধ রাখা হয়েছে। কুকড়াহাটি রায়চক বা কুকড়াহাটি ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস ও বন্ধ রাখা হয়েছে  ২৫ শে অক্টোবর পর্যন্ত। সুতাহাটা ব্লকের অন্তর্গত নয়াচর এলাকা থেকে মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে। সূত্রে জানা যায় সারা জেলা জুড়ে ১৩০টি ত্রাণ শিবির খোলা হয়েছে। বৃহস্পতিবার বেলা বারোটার মধ্যে ত্রাণ শিবিরের সকলকে নিয়ে আসা হবে এদিন দুপুর থেকেই কাজে ঝাঁপিয়ে পড়ে এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ এবং সিভিল ডিফেন্স। জেলাশাসক পূর্ণেন্দু মাঝি এবং পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য দীঘা থেকে গোটা অপারেশন মনিটরিং করেন। পূর্ব মেদিনীপুর জেলার কাঁচা বাড়িতে যাতে কেউ না থাকেন তা নিশ্চিত করার জন্য বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে সেই মতো প্রতিটি ব্লকের তৎপরতা এখন চোখে পড়ার মতো। ২৪ ও ২৫ অক্টোবর জেলার সব ধরনের ফেরী পরিষেবা বন্ধ রাখা হয়েছে। প্রাইমারি স্কুলগুলিকে ছুটি দেওয়া হয়েছে ঘূর্ণিঝড়ের সময় যাতে মানুষ স্কুল ভবনে আশ্রয় নিতে পারেন সেজন্য ভবনের চাবি কাছাকাছি থাকা শিক্ষক পঞ্চায়েত সদস্য কাউন্সিলরের এরকম কারুর কাছে রাখার নির্দেশ দেয়া হয়েছে। প্রতিটি ব্লকে মেডিকেল টিম রেডি রাখা হয়েছে গত দু-তিন দিনের মধ্যে ডেলিভারি সম্ভাবনা থাকা প্রায় ৫০ জন সন্তান সম্ভাবনাকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে প্রতি মেডিকেল টিমের যোগাযোগ নম্বর অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন দেওয়া হয়েছে। প্রত্যেক হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র পর্যাপ্ত ঔষধ মজুত রাখা হয়েছে। বিদ্যুতের অভাবে যাতে ভ্যাকসিন নষ্ট না হয় সেজন্য জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে। ডানার প্রভাবে বিদ্যুৎ বন্টন যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে সেই জন্য ইঞ্জিনিয়ার কর্মীদের ছুটি বাতিল হয়েছে। পূর্ব মেদিনীপুরে মোট ১৬৪ টি টিম প্রতিটি সাপ্লাই অফিস এবং সাব স্টেশনে রেডি রাখা হয়েছে। সারা জেলার জুড়ে প্রায় ৫০০ গাছকাটার টিম রেডি আছে। ইলেকট্রিক করাত, দড়িসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রস্তুত থাকছে। ডানার হানা থেকে সব রকমের জেলা বাসিকে রক্ষা করতে প্রস্তুত জেলা প্রশাসন।

No comments