ঝড় সতর্কতা দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)আসছে ধেয়ে ঘূর্ণিঝড় খবরে থাক মন ঝড়ের সময় রাখো খেয়াল বাড়ির আপনজন। ঝড়ের সময় দাঁড়াবে না নড়বড়ে খুঁটির ঘরে…
ঝড় সতর্কতা
দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
আসছে ধেয়ে ঘূর্ণিঝড়
খবরে থাক মন
ঝড়ের সময় রাখো খেয়াল
বাড়ির আপনজন।
ঝড়ের সময় দাঁড়াবে না
নড়বড়ে খুঁটির ঘরে
এটা যদি রাখো মনে
জীবন বাঁচে পরে।
ছড়াবে না গুজব তুমি
দেবে না তাতে কান
খবরে যদি দাও মন
বাঁচাবে বহু প্রাণ।
মাঝ গাঙে মাছ ধর
শোন জেলে ভাই
ঝড়ের আগাম বার্তা পেলে
কূলে ফেরা চাই ।
ঝড়ের সময় বিদ্যুৎ গ্যাস
বন্ধ করে দাও
পথে ছেঁড়া থাকলে তার
নজর করে যাও ।
ঝড়ের অনেক আছে নাম
আয়লা ডানা পিলিন
পশুপাখি মানুষজন
হয় এতে বিলীন।
ঝড়ের গতি হয় ব্যাপক
ধ্বংসলীলা চলে
আতঙ্কের স্মৃতিগুলো
সক্কলে আজ বলে ।
পূর্বাভাসে মানুষ সরাও
নিরাপদ আশ্রয়ে
এন.ডি.আর.এফ. আছে যে
থাকবে কেন ভয়ে ?
ঝড়ের সময় দরজা জানালা
বন্ধ কর ভাই
বাড়ির মতো নিরাপদ
আর কিছু নাই।
ঝড়ের আভাসে কর মানা
নদী পারাপারে
নৌকোডুবি হয়েই থাকে
সজাগ বারে বারে।
ব্যাটারি টর্চ রাখবে কাছে
থাকবে চার্জ ফোনে
শুকনো খাবার ঔষধ নিয়ে
যাও নিরাপদ জোনে।
No comments