Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পানা দক্ষিণপল্লি অভিজ্ঞান সম্মিলনীর পুজোর আকর্ষণ নবদুর্গা

হলদিয়ার পানা দক্ষিণপল্লি অভিজ্ঞান সম্মিলনীর পুজোর আকর্ষণ নবদুর্গা
হলদিয়ার পানা দক্ষিণপল্লি অভিজ্ঞান সম্মিলনীর এবছরের পুজোর আকর্ষণ নবদুর্গা। হিন্দু পুরাণ মতে, দেবী পার্বতীর দুর্গার ন'টি ভিন্ন রূপ হল নবদুর্গা। নবরাত্রির ন'দি…

 



হলদিয়ার পানা দক্ষিণপল্লি অভিজ্ঞান সম্মিলনীর পুজোর আকর্ষণ নবদুর্গা


হলদিয়ার পানা দক্ষিণপল্লি অভিজ্ঞান সম্মিলনীর এবছরের পুজোর আকর্ষণ নবদুর্গা। হিন্দু পুরাণ মতে, দেবী পার্বতীর দুর্গার ন'টি ভিন্ন রূপ হল নবদুর্গা। নবরাত্রির ন'দিনে প্রতিদিন দেবীর এক একজনকে পুজো করা করা হয়। অভিজ্ঞান সম্মিলনীর পুজোয় এবার একসঙ্গে নবদুর্গার পুজো হবে। নানা রূপে দুর্গা আরাধনায় মেতে উঠবেন হলদিয়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের পল্লির বাসিন্দারা।

২০১১সাল থেকে প্রয়াত মনোজকুমার করের উদ্যোগে পানা দক্ষিণপল্লির বন্ধন অডিটোরিয়ামে সর্বজনীন দুর্গোৎসবের সূচনা হয়। পুজো কমিটির কাছে দুর্গাপুজো শুধু পুজো নয়, সমাজের নানা বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং ঐক্যের বার্তা দিতে উৎসবের আয়োজন। সেজন্য পুজো উদ্যোক্তারা 'গ্রামরত্ন' সম্মাননা ও অব্রাহ্মণ হিন্দু কন্যাকে কুমারী পুজো শুরু করেছেন। গ্রামরত্ব সম্মাননা নিছক সংবর্ধনা নয়। দৈনন্দিন জীবনে যাঁদের কাজকে তেমনগুরুত্ব দেওয়া হয় না সেই প্রান্তিক মানুষগুলিকে সম্মানের আসনে বসিয়ে প্রতি বছর পরিচয় করায় এই পুজো কমিটি। তাঁদের মধ্যে কেউ পুরসভার মহিলা সাফাইকর্মী, কেউ খবরের কাগজের হকার, কেউ দমকল কর্মী।

এবছর ১৪তম বর্ষে ১৫টি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ১৫ জনকে 'গ্রামরত্ব' সম্মাননা দেবে পুজো কমিটি। বাঁধানো অভিজ্ঞানপত্র, স্মারক পুরস্কার প্রাপকদের দেওয়া হয়। অভিজ্ঞানপত্রে ছবি দিয়ে প্রত্যেকের সমাজে তাঁর অবদানের কথা লেখা থাকে। পানা দক্ষিণপল্লি অভিজ্ঞান সম্মিলনীর সভাপতি পরিমল ভট্টাচার্য এবং সম্পাদক দীপক শেঠ বলেন, এবছর পুজোর বাজেট ১২লক্ষ টাকা। মঙ্গলবার পঞ্চমীতে পুজোর উদ্বোধন হবে। পুজো উপলক্ষ্যে প্রকাশিত হবে সাহিত্য চর্চার পত্রিকা 'অভিপ্রায়'।প্রবাসী বাঙালি ও রাজ্যের বিভিন্ন প্রান্তের কবি ও সাহিত্যিকদের লেখা প্রকাশিত হয় এখানে। অভিজ্ঞান সম্মিলনীর পুজোর স্মারক বইয়ে গ্রামরত্ন পুরস্কার প্রাপকদের ছবি ও পরিচয় তুলে ধরা হয়। সম্মিলনীর কার্যকরী সভাপতি সনৎ হাটি, অরূপ মিত্র বলেন, শারদোৎসবের অংশ রূপে কয়েকদিন আগেই স্বাস্থ্য উৎসবের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সুগার, প্রেসার, থ্যালাসেমিয়া, কোলেস্টেরল ও বিভিন্ন ক্রনিক রোগের পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির করা হয়েছে। হলদিয়া মহকুমা হাসপাতালে প্রসূতি ও শিশু বিভাগে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে।

উৎসব কমিটির সভাপতি নবকুমার সানকি ও সম্পাদক সঞ্জীব চক্রবর্তী বলেন, সামাজিক কর্মসূচিতে ডেঙ্গু সচেতনতা শিবির, বৃক্ষরোপণ, সেফ ড্রাইভ, সেভ লাইফ সচেতনতা শিবির, নারী নারী। শিক্ষা ও নারী ক্ষমতায়নের পক্ষে নিয়মিত আলোচনা সভা হচ্ছে। পুজোর কয়েকদিনে স্থানীয় শিল্পীদের নাচ ও গানের অনুষ্ঠান হবে। কলকাতার রেবেলস ব্যান্ড পুজোয় গান পরিবেশন করবে।

No comments