Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যোগায় হলদিয়ার তিন পড়ুয়ার স্বর্ণপদক সম্বর্ধনা দিলেন যোগাঙ্গন পরিবার

যোগায় হলদিয়ার তিন পড়ুয়ার স্বর্ণপদক সম্বর্ধনা দিলেন যোগাঙ্গন পরিবার
আন্তর্জাতিক যোগার আসর থেকে একেবারে তিন তিনটি সোনা এল হলদিয়ায়। হলদিয়ার তিন কৃতি পড়ুয়া এশিয়া-প্যাসিফিক যোগাসনের আসর থেকে তিনটে স্বর্ণপদক জয় করেছে। ১৭ থেকে ২০ সেপ্টে…

 



যোগায় হলদিয়ার তিন পড়ুয়ার স্বর্ণপদক সম্বর্ধনা দিলেন যোগাঙ্গন পরিবার


আন্তর্জাতিক যোগার আসর থেকে একেবারে তিন তিনটি সোনা এল হলদিয়ায়। হলদিয়ার তিন কৃতি পড়ুয়া এশিয়া-প্যাসিফিক যোগাসনের আসর থেকে তিনটে স্বর্ণপদক জয় করেছে। ১৭ থেকে ২০ সেপ্টেম্বর থাইল্যান্ডের পাটায়ায় ইউনিভার্সাল যোগা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বসেছিল এই যোগার আসর। ভারত, শ্রীলঙ্কা, আমেরিকা, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান-সহ ১১ টি দেশের প্রায় ৩০০ প্রতিযোগী অংশগ্রহণ কর। তাদের মধ্যে সাব জুনিয়র বালক বিভাগে (১০-১২ বছর) হলদিয়ার পূর্ব শ্রীকৃষ্ণপুরের চতুর্থ শ্রেণির ছাত্র অতনু মাইতি সোনা জিতে নিয়েছে। সাব জুনিয়র বালিকা বিভাগে (১০-১২ বছর) হলদিয়ার আন্দুলিয়া গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্রী লক্ষ্মী মাইতি জয় করেছে সোনা। পাশাপাশি জুনিয়র বালক বিভাগে (১৬-১৮ বছর) হলদিয়ার উত্তর রানিচক গ্রামের বাসিন্দা, লক্ষ্যা হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ঋতপ্রভ চট্টোপাধ্যায় জয় করেছে স্বর্ণপদক। একসঙ্গে তিনটি সোনা জয়ের সুবাদে খুশির হাওয়া হলদিয়ার ক্রীড়া মহলে। অতনু শুধুমাত্র তার বিভাগে সোনা জয় করেনি, চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়নের শিরোপাও অর্জন করেছে। প্রতিশ্রুতিবান এই যোগা প্রতিভা অতনু জানিয়েছে, “পড়াশোনার পাশাপাশি যোগা ধ্যান জ্ঞান। ভবিষ্যতে পেশাগত জীবনে কোনও কাজে যুক্ত থাকলেও যোগা নিবিড় চর্চার বিষয় হয়ে থাকবে।” হলদিয়ার চকদ্বীপা হাই স্কুলের ষষ্ঠশ্রেণির ছাত্রী নিলক্ষ্মী মাইতি। নিলক্ষ্মী যোগা নিয়ে ভবিষ্যতে আরও বড় হওয়ার স্বপ্নে বিভোর রয়েছে বলে জানিয়েছেন তার বাবা প্রণব মাইতি। অন্যদিকে লক্ষ্যা হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ঋতপ্রভ জানিয়েছে, "যোগা নিয়ে অনেক দূর এগোনো যেতে পারে। এশিয়া-প্যাসিফিক আন্তর্জাতিক যোগাসনের আসরের সাফল্য সেটাই বলে দিচ্ছে। আগামী দিনে আরো বেশ কিছু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে মুখিয়ে রয়েছি।" এই তিন সফল প্রতিযোগীর কোচ ছিলেন হলদিয়ার চৈতন্যপুরের রুমা চট্টোপাধ্যায়। যোগাসন নিবিড় চর্চা, প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তিনি জাতীয় স্তরে যোগা বিচারক। দীর্ঘ ১০ থেকে ১২ বছর ছাত্রছাত্রীরা তার তত্ত্বাবধানে তালিম নিয়েছেন। যে কারণে এশিয়া-প্যাসিফিক যোগা প্রতিযোগিতা আসরে তাঁরই তিন শিক্ষার্থী এত বড় সাফল্য আনতে পেরেছেন। তিনি জানিয়েছেন, "একসঙ্গে তিন শিক্ষার্থী তিনটে সোনা আনবে আমি ভাবতে পারিনি। এটা পরম প্রাপ্তি। সকলের সাফল্য কামনা করছি।" এর আগে চলতি বছরের জুন মাসে হরিদ্বারে আয়োজিত জাতীয় যোগাসনেও নিলাক্ষী সোনা জয় করেছেন। তাতেই অতনু এবং ঋতপ্রভ পেয়েছিল রূপো। সামনে ডিসেম্বরে বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্ল্ড যোগা কম্পিটিশন। তাতে হলদিয়ার এই তিন কৃতি প্রতিযোগী অংশগ্রহণ করছে। সেখানে তারা ভালো সাফল্য অর্জন করবেন, এমনটাই আশা করছেন হলদিয়ার মানুষজন। চকদ্বীপা হাই স্কুলে  যোগাসনে স্বর্ণপদক প্রাপ্ত ছাত্র-ছাত্রী এবং তাদের  অভিভাবকদের নিয়ে বিজয়ার সম্মেলনে অনুষ্ঠিত হয়।

No comments