Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দশেরা উৎসবে রাবণ বধের পাশাপাশি রাম রথযাত্রায় মেতে উঠলেন দর্শনার্থীরা

দশেরা উৎসবে রাবণ বধের পাশাপাশি রাম রথযাত্রায় মেতে উঠলেন দর্শনার্থীরা
 দশেরা উৎসবে রাবণ বধের পাশাপাশি রাম রথযাত্রায় মেতে উঠলেন দর্শনার্থীরা । বেশি দূর নয় । মেরে কেটে ৫০০ মিটার রথযাত্রা । আর তাতেই বিপুল উৎসাহ উদ্দীপনা ধরা পড়লো এ…

 


দশেরা উৎসবে রাবণ বধের পাশাপাশি রাম রথযাত্রায় মেতে উঠলেন দর্শনার্থীরা


 দশেরা উৎসবে রাবণ বধের পাশাপাশি রাম রথযাত্রায় মেতে উঠলেন দর্শনার্থীরা । বেশি দূর নয় । মেরে কেটে ৫০০ মিটার রথযাত্রা । আর তাতেই বিপুল উৎসাহ উদ্দীপনা ধরা পড়লো এই উৎসবে । বসেছে তিন দিনের রথের মেলা । মহিষাদলের  রামবাগে দেওয়ান কুঠী চত্বরে প্রায় আড়াইশো বছরের প্রাচীন এই রথযাত্রা উৎসব । বিগত বছরের রীতি মেনেই এবারেও তেমন আয়োজন  করেছে রামবাগ রথযাত্রা উদযাপন কমিটি । রবিবার সন্ধ্যায় বসেছে তিন দিনের এই মেলা । তবে যে দশেরা উৎসব ঘিরে এই আয়োজন তা বেশ মজার । সীতাকে চুরি করে রাবণ রেখেছিলেন গোপন কুঠিরে । ভক্ত হনুমানকে সঙ্গে নিয়েই সীতা দেবীর সন্ধানে বেরিয়ে পড়েছিলেন রামচন্দ্র । সেই কাহিনী অবলম্বনে এই উৎসবে রামচন্দ্র এবং হনুমান রথে চেপে ‌সীতা উদ্ধারে বেরিয়ে পড়েন । দেওয়ানজি কুঠিরের এক কোণে থাকেন সীতা দেবী । সেখান থেকে দেবীকে উদ্ধার করে রথ চলে যায় ৫০০ মিটার দূরে । সেখানে একটি ঘরে রয়েছেন রাবণ এবং তাঁর বোন সুর্পনখা । রামচন্দ্র, দেবী এবং হনুমানকে নিয়ে রথে চেপে তাদের চারপাশে সাত পাক ঘুরবেন । তারপর সেই ঘরে বিপুল ভক্তদের উৎসাহ সহযোগিতায় আগুন ধরিয়ে দেওয়া হয় । সঙ্গে বিপুল বাজি, হর্ষধ্বনিতে মুখরিত হয় পরিবেশ । এটাই এই দশেরা উৎসবের মাঙ্গলিক রীতি । আর এই রাম রথযাত্রা ঘিরে তিন দিনের মেলা বসে এখানে । বিভিন্ন জাতের কাঁকড়া আর প্রচুর আখ পাওয়া যাবে এই মেলায় । এটাই মেলার বিশেষত্ব । তার সঙ্গে বিভিন্ন লোহার জিনিসপত্র হাঁড়ি-কলসি, প্লাস্টিক,মনোহারী দ্রব্যের পসরা সাজিয়ে বসেন দোকানদাররা । মেলা কমিটির অন্যতম সদস্য অভিজিৎ দাস জানান,"মহিষাদলের রাজাদের আমল থেকেই রামবাগে রাম রথযাত্রা চলে আসছে । প্রাচীন রীতি মেনেই দশমীর রাতে রাবণ বধ ঘিরে এই রাম রথযাত্রা হয়ে থাকে । এবারেও সেই অনুষ্ঠানের আয়োজন ছিল । সেইসঙ্গে মেলার আয়োজন করা হয়েছে ।‌ স্বল্প পরিসরে এই আয়োজন হলেও প্রচুর মানুষের ভিড় ঘটেছে ।"মেলার আকর্ষণ যতটা, তার থেকে হাজারগুন আকর্ষণ ছিল রাম রথযাত্রা এবং দশেরা উৎসব পালনে । সেই টানেই মহিষাদলের বিভিন্ন প্রান্তের পাশাপাশি, সুতাহাটা চৈতন্যপুর নন্দকুমার সহ বিভিন্ন এলাকার মানুষের ভিড় ছিল দেখার মতো ।

No comments