দশেরা উৎসবে রাবণ বধের পাশাপাশি রাম রথযাত্রায় মেতে উঠলেন দর্শনার্থীরা
দশেরা উৎসবে রাবণ বধের পাশাপাশি রাম রথযাত্রায় মেতে উঠলেন দর্শনার্থীরা । বেশি দূর নয় । মেরে কেটে ৫০০ মিটার রথযাত্রা । আর তাতেই বিপুল উৎসাহ উদ্দীপনা ধরা পড়লো এ…
দশেরা উৎসবে রাবণ বধের পাশাপাশি রাম রথযাত্রায় মেতে উঠলেন দর্শনার্থীরা
দশেরা উৎসবে রাবণ বধের পাশাপাশি রাম রথযাত্রায় মেতে উঠলেন দর্শনার্থীরা । বেশি দূর নয় । মেরে কেটে ৫০০ মিটার রথযাত্রা । আর তাতেই বিপুল উৎসাহ উদ্দীপনা ধরা পড়লো এই উৎসবে । বসেছে তিন দিনের রথের মেলা । মহিষাদলের রামবাগে দেওয়ান কুঠী চত্বরে প্রায় আড়াইশো বছরের প্রাচীন এই রথযাত্রা উৎসব । বিগত বছরের রীতি মেনেই এবারেও তেমন আয়োজন করেছে রামবাগ রথযাত্রা উদযাপন কমিটি । রবিবার সন্ধ্যায় বসেছে তিন দিনের এই মেলা । তবে যে দশেরা উৎসব ঘিরে এই আয়োজন তা বেশ মজার । সীতাকে চুরি করে রাবণ রেখেছিলেন গোপন কুঠিরে । ভক্ত হনুমানকে সঙ্গে নিয়েই সীতা দেবীর সন্ধানে বেরিয়ে পড়েছিলেন রামচন্দ্র । সেই কাহিনী অবলম্বনে এই উৎসবে রামচন্দ্র এবং হনুমান রথে চেপে সীতা উদ্ধারে বেরিয়ে পড়েন । দেওয়ানজি কুঠিরের এক কোণে থাকেন সীতা দেবী । সেখান থেকে দেবীকে উদ্ধার করে রথ চলে যায় ৫০০ মিটার দূরে । সেখানে একটি ঘরে রয়েছেন রাবণ এবং তাঁর বোন সুর্পনখা । রামচন্দ্র, দেবী এবং হনুমানকে নিয়ে রথে চেপে তাদের চারপাশে সাত পাক ঘুরবেন । তারপর সেই ঘরে বিপুল ভক্তদের উৎসাহ সহযোগিতায় আগুন ধরিয়ে দেওয়া হয় । সঙ্গে বিপুল বাজি, হর্ষধ্বনিতে মুখরিত হয় পরিবেশ । এটাই এই দশেরা উৎসবের মাঙ্গলিক রীতি । আর এই রাম রথযাত্রা ঘিরে তিন দিনের মেলা বসে এখানে । বিভিন্ন জাতের কাঁকড়া আর প্রচুর আখ পাওয়া যাবে এই মেলায় । এটাই মেলার বিশেষত্ব । তার সঙ্গে বিভিন্ন লোহার জিনিসপত্র হাঁড়ি-কলসি, প্লাস্টিক,মনোহারী দ্রব্যের পসরা সাজিয়ে বসেন দোকানদাররা । মেলা কমিটির অন্যতম সদস্য অভিজিৎ দাস জানান,"মহিষাদলের রাজাদের আমল থেকেই রামবাগে রাম রথযাত্রা চলে আসছে । প্রাচীন রীতি মেনেই দশমীর রাতে রাবণ বধ ঘিরে এই রাম রথযাত্রা হয়ে থাকে । এবারেও সেই অনুষ্ঠানের আয়োজন ছিল । সেইসঙ্গে মেলার আয়োজন করা হয়েছে । স্বল্প পরিসরে এই আয়োজন হলেও প্রচুর মানুষের ভিড় ঘটেছে ।"মেলার আকর্ষণ যতটা, তার থেকে হাজারগুন আকর্ষণ ছিল রাম রথযাত্রা এবং দশেরা উৎসব পালনে । সেই টানেই মহিষাদলের বিভিন্ন প্রান্তের পাশাপাশি, সুতাহাটা চৈতন্যপুর নন্দকুমার সহ বিভিন্ন এলাকার মানুষের ভিড় ছিল দেখার মতো ।
No comments