ঘোড়াই বাড়ির পারিবারিক পুজো ঘিরে মেতে উঠলেন এলাকার মায়েরাহলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ড ঘোড়াইবাড়ি পুজো ঘিরে এলাকার আবাল বৃদ্ধ বনিতা আট থেকে আশি সকলেই মেতে উঠলেন।বিজয়া দশমীর তিথি পড়ে যাওয়া মানেই পুজো শেষের ঘণ্টা বেজে ওঠা।…
ঘোড়াই বাড়ির পারিবারিক পুজো ঘিরে মেতে উঠলেন এলাকার মায়েরা
হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ড ঘোড়াইবাড়ি পুজো ঘিরে এলাকার আবাল বৃদ্ধ বনিতা আট থেকে আশি সকলেই মেতে উঠলেন।
বিজয়া দশমীর তিথি পড়ে যাওয়া মানেই পুজো শেষের ঘণ্টা বেজে ওঠা। আবার একটা গোটা বছরের অপেক্ষা। বাঙালি বছরের শুরুতে ক্যালেন্ডার পেলেই সবার আগে খুঁজে দেখে পুজো কবে পড়েছে, আর দশমী আসা মানেই নতুন বছরের ক্যালেন্ডারের অপেক্ষা। পুজোর সেই চারদিনের আনন্দের অপেক্ষা। কিন্তু এই কয়েকদিনের পুজো শেষ হয়ে যায় বলে আনন্দে যে কোনও ঘাটতি থাকে এমনটা নয়। মন খারাপ হয় ঠিকই, তবুও সেটা ভুলতে একাধিক নিয়ম পালন করে মাকে হাসি মুখে বিদায় জানানো হয়।
দশমীর দিন প্রতিমা নিরঞ্জনে যাওয়ার আগেই মহিলারা আগে দেবীকে বরণ করেন, তাঁর কপালে সিঁদুর ছুঁইয়ে, সেই সিঁদুর একে অন্যের সিঁথিতে দেন। মনে করা হয় এতে সৌভাগ্য পাওয়া যায়। বিভিন্ন জায়গায় একে অপরের মাথায় সিঁদুর দিয়ে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। মাগো, আসছে বছর আবার এসো মা। ঘোড়ায় পরিবারের অন্য তম সদস্য রাজেশ ঘোড়াই ইতিমধ্যে একটি অডিও ক্যাসেট প্রকাশ করেছেন দশভূজা, তা বাজারে এখন কিন্তু বাঁজার মাত করছে সেই ক্যাসেটের গান। এক ঘন্টার প্রায় একটি সিরিয়াল ঈশানি নামেও প্রকাশিত হয়েছে তিনি জানান খুব শীঘ্রই স্থানীয় সিনেমা হলে সেই বই দেখতে পাওয়া যাবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন পরিবারের গৃহবধূ মনীষা ঘোড়াই তিনি বলেন বর্তমান সমাজের মহিলাদের কথা ভেবেই ঈশানি নামে যে সিরিয়ালটি হয়েছে তা কিন্তু সকলেই নজর কাড়বেই।
No comments